শাহাজাদা এমরান: [২] কুমিল্লার চান্দিনা উপজেলার ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য। এছাড়া ৯১ জন সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। এতে সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলোতে পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা পরিপূর্ণ জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছে।
[৩] চান্দিনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৩ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে ঘটিত এই উপজেলায় মোট ১৩৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য ১৪ টি বিদ্যালয়ের। প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলো হলো- ভাগুরাপাড়া, জামিরাপাড়া, আটচাইল, মধ্যমতলা, বশিকপুর, করতলা, খোববাড়িয়া নাজমা আক্তার চৌধুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরাখোলা, করইয়া, লেংড়ামুড়ি, লনাই, উবরা পাইকের করতলা, দক্ষিণ জোয়াগ ও আমলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
[৪] বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কমল বকসী বলেন, যে সকল বিদ্যালয়ে শিক্ষকের পদ শূন্য রয়েছে সে বিদ্যালয়গুলোতে থাকা অন্য শিক্ষকদের খুব কষ্ট হচ্ছে। তিনি বলেন দ্রুত শিক্ষক নিয়োগ দিয়ে শূন্য পদগুলো পূরণ করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাই।
[৫] চান্দিনা উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল্লাহ আল মামুন বলেন আশা করছি খুব দ্রুত নিয়োগ পক্রিয়া চালু হবে এবং শূন্য হওয়া পদগুলো পূরণ হবে।