শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ০১:৪৯ দুপুর
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাতক-দোয়ারায় ইউনিয়ন নির্বাচনে লড়বেন বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা

নুর উদ্দিন : [২] ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয়ভাবে বিএনপি অংশ না নিলেও ১৯ ইউনিয়নের মধ্যে ১৫ টিতেই বিএনপি’র স্থানীয় নেতা প্রার্থী হবেন। এরমধ্যে ৫ জন রয়েছেন বর্তমান চেয়ারম্যান। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। স্থানীয় নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগ দ্বিধাবিভক্ত থাকলেও বিএনপিতে এই নিয়ে বিরোধ কম।

[৩] ছাতকের দোলারবাজার ইউনিয়নে গত ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন নুরুল আলম। দল নির্বাচনে না গেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। চরমহল্লা ইউনিয়নে নির্বাচন করবেন বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আবুল হাসনাত। কালারুখা ইউনিয়নে আশরাফুল আলম, ছৈলা আফজলাবাদে যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা নানু মিয়া, জাউয়া বাজার ইউনিয়নে এনামুল হক, ইসলামপুর ইউনিয়নে মাওলানা আকিক হোসেন এবং ছাতক ইউনিয়নে জাহিদুর রহমান আহবাব স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন।

[৪] দোয়ারাবাজার উপজেলায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন নরসিংহপুর ইউনিয়নে বিএনপির আহ্বায়ক শামছুল হক নমু, দোয়ারাবাজার সদর ইউনিয়নে জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বর্তমান চেয়ারম্যান আব্দুল বারী, ভোগলা বাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, পান্ডারগাঁও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফারুক আহমদ, মান্নারগাঁওয়ে বর্তমান চেয়ারম্যান আবু হেনা আজিজ, লক্ষীপুরে আতাউর রহমান স্বপন, বাংলাবাজারে খুর্শেদ আলম এবং সুরমা ইউনিয়নে হারুনুর রশিদ লড়বেন।

[৫] বিএনপি নেতা হারুনুর রশিদ বলেন, ভোটারদের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

[৬] ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন বলেন, বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ নিচ্ছে না। দলের কেউ নির্বাচনে অংশ নিলে নিজ দায়িত্বে অংশ নেবেন। দল কোন সহযোগিতা দিবেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়