শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২১, ১২:১৬ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২১, ১২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিলটন আনোয়ার: বিদেশী চ্যানেল বন্ধ রেখে হলেও ক্লিনফিডের বিষয় সুরাহা হওয়া জরুরি

মিলটন আনোয়ার: বিদেশি চ্যানেলের সম্প্রচার ঘোষণা দিয়ে বন্ধ করা ঐ চ্যানেলগুলোর এ দেশিয় পরিবেশক ও কেবল অপারেটরদের বদমাইশির চুড়ান্ত প্রকাশ। বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর দাবি বিদেশি বিজ্ঞাপন বিহীন বিদেশি চ্যানেল সম্প্রচার করা। কিন্তু কেবল অপারেটর ও চ্যানেলগুলোর এ দেশীয় এজেন্টরা সেটি করবেন না। বিদেশি চ্যানেলে যে পরিমাণ বিজ্ঞাপন প্রচার হয় টাকার মুল্যমানে তা কয়েক হাজার কোটি টাকা। কিন্তু এর থেকে পাওনা কর বাবদ সরকারের প্রাপ্তি শূন্য।

দ্বিতীয়ত বহুজাতিক কোম্পানিগুলো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করে বলে এখন আর এই দেশের চ্যানেলগুলোতে বিজ্ঞাপন দেয় না। গেল কবছরে দেশি চ্যানেলে বহুজাতিক কোম্পানির বিজ্ঞাপন কমেছে অর্ধেকেরও বেশি। শুধু তাই নয় বিদেশি কোম্পানিগুলো এখন আর এদেশের শিল্পীদের দিয়ে বিজ্ঞাপনও বানায় না। কারিনা দীপিকা দিয়ে কাজ সারে। আমাদের লাক্স সুন্দরী গতজন্মের বিষয় হয়ে গিয়েছে।

বিনোদন দুনিয়ার জ্বালানি বিজ্ঞাপন, সেটিতে ক্রমেই টানাটানি বাড়ছে। আর এটাও জানা ভালো আমাদের দেশের চ্যানেলগুলো দেখার জন্য দর্শক কার্যত একটি পয়সাও খরচ করে না। কিন্তু স্টার প্লাস দেখার জন্য পয়সা দেয়। ফলে বিজ্ঞাপন ছাড়া এই দেশের চ্যানেলের কোনো আয় নেই। যাহারা চ্যানেলগুলোকে 'গদিমিডিয়া' বলে টিপ্পনী কাটেন তারাও এদেশীয় চ্যানেল দেখার জন্য একপয়সাও ব্যয় করেন না।

অথচ দেশের চার কোটি গ্রাহক মাসে একটাকা দিলে চ্যানেলগুলো বেঁচে যায়। এ কারণেই বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের দাবি সম্প্রচারকর্মী, এদেশের নির্মাতা ও শিল্পীদের। বদমাশ ক্যাবল অপারেটররা সেটি না করে পুরো চ্যানেল বন্ধ করে দিয়েছে। এর সাথে মতপ্রকাশে বাধার কোনো সম্পর্ক নাই।

নিজের দেশের গণমাধ্যমের বারোটা বাজিয়ে আকাশ খুলে দেয়ার নীতি থেকে সরে আসা না গেলে এদেশে কোনো টিভি চ্যানেলই টিকবে না। তাছাড়া, এ নিয়ে ১৫ বছর আগেই আইন হয়েছে। এখন কেবল তার প্রয়োগ হচ্ছে। তাই কিছুদিন চ্যানেল বন্ধ রেখে হলেও এর সুরাহা হওয়া জরুরি। লেখক: গণমাধ্যমকর্মী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়