শিরোনাম
◈ তুমুল সংঘর্ষ আফগান সীমান্তে, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ ◈ বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত ◈ সাংবাদিকদের উপযুক্ত বেতন না দি‌লে প্রতিষ্ঠানের অ‌্যাক্রিডিটেশন ও সরকারের দেয়া সু‌বিধা বা‌তিল করা হ‌বে: তথ‌্য উপ‌দেষ্টা ◈ আরও কমলো স্বর্ণের দাম, ভরি কত? ◈ ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত, প্রকাশ সোমবার : ইসি সচিব ◈ ইতালির প্রধানমন্ত্রী আসছেন ডিসেম্বরেই, আলোচনায় থাকবে অভিবাসন ◈ ২০০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি, ৫ দফায় হয়েছে আসনভিত্তিক জরিপ ◈ ট্রেনে অস্ত্র পাওয়া নিয়ে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি ◈ ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই: একদিনে আরও ৪ মৃত্যু, মোট প্রাণহানি ২৬৩ ◈ জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ সোমবার

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১০:০৮ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১০:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়া হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব

কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের উখিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ আলী নূর৷

[৩] রবিবার (৩ অক্টোবর) সকালে উখিয়া উপজেলা হাসপাতাল পরিদর্শন শেষে কর্মরত ডাক্তার নার্স ও অন্যান্য কর্মকর্তাদের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে বৈঠকে মিলিত হন।

[৪] এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ শাহ আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব নেওয়াজ হোছাইন চৌধুরী, কক্সবাজার জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান, কক্সবাজার জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ পিন্টু কান্তি ভট্টচার্য, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদ, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন, উপজেলা প. প. কর্মকর্তা জসীমুদ্দীন মোঃ ইউছুপ, আবাসিক মেডিকেল অফিসার, ডা. মহি উদ্দীন মহিন৷ এছাড়াও হাসপাতালের কর্মরত সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স , মিডওয়াইফ এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ সহযোগী সংস্থা এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সহিত মতবিনিময় সভা শেষে সকল বিভাগ পরিদর্শন করেন এবং মানসম্মত সেবা প্রদান অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব৷ পরবর্তীতে তিনি উখিয়া উপজেলার কুতুপালং ১নং রোহিঙ্গা শিবিরের ফেন্ড্রশীফের হাসপাতাল ও পালংখালী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়