শিরোনাম
◈ সিরাজগঞ্জে প্রকাশ্য কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা ◈ দে‌শে ফি‌রে‌ মোস্তা‌ফিজ বল‌লেন, বিদেশি লিগে আরও বাংলাদেশি ক্রিকেটার প্রয়োজন ◈ ক্ষমতা ও প্রতিপত্তির লো‌ভে নিজ দল ছেড়ে এমপি হওয়ার মরিয়া চেষ্টা কতটা নৈতিক?  ◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ আমি এই এনসিপির অংশ হচ্ছি না: মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৮:৪৮ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৯:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফতুল্লায় অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার কিশোর

অপুরহমান: [২] নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরনের অভিযোগে মো. রাহাত নামক ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রাহাত ফতুল্লা মডেল কাশিপুর হাজীপাড়া দেওয়ান বাড়ীর মামুন মিয়ার পুত্র।

[৩] রোববার (৩ অক্টোবর) সকালে তাকে জেলার বন্দর থানার বন্দর খেয়াঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় অপহৃত কিশোরী কে। এর আগে অপহৃত কিশোরীর ভাই বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

[৪] বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ সকাল নয়টার দিকে বাদীর বোন বাসার পার্শ্বে উজ্জলের মুদি দোকানে প্রয়োজনীয় কিছু কেনার জন্য যায়। পথিমধ্যে গ্রেপ্তারকৃত রাহাতসহ অজ্ঞাতনামা তার ৪-৫ জন সহোযোগি তার বোনের পথরোধ করে জোড়পূর্বক একটি অটোরিক্সায় তুলে নিয়ে পঞ্চবটীর দিকে চলে যায়।

[৫] এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হেসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল সাড়ে আটটার দিকে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দর থানার বন্দর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধারসহ অপহরনকারী রাহাত কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়