শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রুয়েটে হল খুলছে ২৮ অক্টোবর টিকা সনদ দেখিয়ে উঠতে হবে হলে

মঈন উদ্দীন: [২] রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হল আগামী ২৮ অক্টোবর খুলে দেয়া হবে। এ দিন থেকে করোনা টিকা নেয়ার সনদ দেখিয়ে শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন বলে চুড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

[৩] রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৯৩তম জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত চুড়ান্ত হয় বলে রজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. সেলিম হোসেন জানান।

[৪] তিনি বলেন, গত ২৮ সেপ্টেম্বর ১২২ তম একাডেমিক কাউন্সিলের অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যবিধি মেনে হল খোলার বিষয়টি সুপারিশ করা হয়। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ৯৩তম জরুরী সিন্ডিকেটের সভায় ওই সুপারিশটি অনুমোদিত হয় এবং ২৮ অক্টোবর হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।

[৫] প্রফেসর ড. সেলিম হোসেন আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষাসমূহ চলমান রয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসের বাইরে অবস্থান করে পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে স্বশরীরে অংশগ্রহণ করছে। শির্ক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট আগামী ২৮ অক্টোবর থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

[৬] তিনি বলেন, হলে ওঠার আগে শিক্ষার্থীদের ভ্যাকসিনের সনদ ও তথ্য স্ব স্ব হল প্রভোস্ট সংগ্রহ করবেন। এছাড়াও শিক্ষার্থীরা হলে আসার পূর্বেই হল পরিষ্কার-পরিছন্নতা, স্বাস্থ্য সামগ্রী নিশ্চিতকরণ, রুয়েট মেডিকেলে আইসোলেশন সেন্টার তৈরীসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়