শিরোনাম
◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১১:২৭ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝালকাঠিতে আসামি ধরতে গিয়ে হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত

ঝালকাঠি: ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি ধরতে গিয়ে হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাংলানিউজ২৪

শনিবার (২ অক্টোবর) ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত রাজাপুর থানা পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার ও সহকারী উপপরিদর্শক (এএসআই ) মো. নুরুজ্জামানকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ঘটনাস্থল থেকে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি আবুল কালাম (৩০) এবং তার দুই ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম (২৮) ও জাহানারা বেগমকে (৩০) আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ১৫ সেপ্টেম্বর রাতে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকার মো. ফরিদ খন্দকারের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনার পরদিন মো. ফরিদ বাদী হয়ে রাজাপুর থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা করেন।

শনিবার বিকেলে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদারের নেতৃত্বে রাজাপুর ও কাঁঠালিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি দল ওই মামলার সন্দেহভাজন আসামি আবুল কালামকে আটক করার উদ্দেশ্যে কৈখালী এলাকায় যায়। সেখানে আবুল কালামকে আটক করা হলে,তার বড় দুই ভাইয়ের স্ত্রী মাহফুজা বেগম, জাহানারা বেগমসহ স্থানীয় ৪০-৫০ ব্যক্তি পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় আসামি আবুল কালামকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন হামলাকারীরা। তবে ওই সময় রাজাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার ও এএসআই নুরুজ্জামান আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কালামসহ তার দুই ভাবিকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে আটক দুই নারীসহ হামলাকারীদের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়