শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২১, ১২:৫৬ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২১, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চকরিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আয়াছ রনি: [২] কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারায় স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে গলায় ফাঁস দিয়ে রুমেনা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। তবে নিহতের পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।

[৩] শনিবার (২ অক্টোবর) সকাল ১০ টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড রংমহল হাতিপাড়ায় এ ঘটনা ঘটে।

[৪] ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। চকরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যান।

[৫] স্থানীয়রা জানান, নিহত রুমেনা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড গিলাতলী গ্রামের মোঃ রেনু মিয়ার মেয়ে। বিগত দেড় বছর আগে ডুলাহাজারার রংমহল হাতিপাড়ার এজাহার মিয়ার পুত্র সাইদুল করিম (২৪) এর সাথে রুমেনা আক্তার (২০) সামাজিক ভাবে বিবাহ হয়। তাদের সংসারে ৯ মাস বয়সের এক সন্তান রয়েছে। ঘটনার দিন সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর একপর্যায় স্বামী সাইদুল করিম স্ত্রী কে মারধর করে।

[৬] এ ঘটনার জের ধরে সকাল ১০টার দিকে ঘরে রুমের ভেতর গলায় দড়ি দিয়ে রুমেনা আক্তার আত্মহত্যা করে বলে শাশুড় বাড়ির লোকজন জানায়।

[৭] নিহতের মামা নুরুল ইসলাম জানান, বিয়ের পর কিছুদিন সুখে থাকলেও পরবর্তীতে যৌতুকের দাবীসহ নানান অজুহাতে তার ভাগ্নির উপর নির্যাতন চালাতেন শশুর বাড়ির লোকজন। এবার শাশুড় বাড়ির লোকজন রুমেনা কে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এঘটনায় আমরা মামলা করবো।

[৮] এবিষয়ে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়