শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২১, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২১, ০৬:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে'

সনতচক্রবর্ত্তী : ফরিদপুরের মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে মধুখালী ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। আওয়ামী লীগের আমলেই দেশে বেশি উন্নয়ন হয়। তাঁর মধ্যে ফরিদপুর-১ আসনের রেলপথ পুনঃ চালু, চন্দনা-বারাশিয়া পুনঃ খনন ও মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়ক দৃশ্যমান। আমি আপনাদের সন্তান, আপনাদের সুখে দুখে বিপদে আপদে আমাকে সব সময় পাশে পাবেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে মুসলিম, হিন্দুসহ সকল ধর্মের মানুষ অসাম্প্রসায়িকভাবে বসবাস করতে পারে। আগামী দূর্গাপূজা সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হবে। ধর্ম যার যার, উৎসব সবার।

পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সহ-সভাপতি কাজল বসুর পরিচালনায় সকাল ১১টায় সম্মেলন উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ সাহা, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সাম্পাদক রেজাউল হক বকু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সূখেন মজুমদার, সহ-সভাপতি বাবু অশোক কুমার পোদ্দার, যুগ্ম সম্পাদক রাম কোমল, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ প্রমূখ।

সম্মেলনে উপজেলার ১১ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ, ওয়ার্কাস পার্টি, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়