রাহুল রাজ: [২] বাংলাদেশ ক্রিকেটের উইকেট রক্ষকের গুরুদায়িত্ব বেশ লম্বা সময় ধরেই পালন করে আসছিলেন মুশফিকুর রহিম। কিন্তু কিউইদের বিপক্ষে সিরিজে সেখানে পরিবর্তন হয়।
[৩] এবার তা নিয়ে মুখ খুললেন তিনি। জানালেন এখন কিপিং নিয়ে তেমন ভাবছেন না। এখন শুধু নিজের ব্যাটিং এ মনোনিবেশ করতে চান।
[৪] সাম্প্রতিক সময়ে মুশফিক নিয়ে আলোচনা হলেই তার উইকেট কিপিং ছাড়ার ব্যাপারটি সামনে আসে।
[৫] কোচ রাসেল ডোমিঙ্গো সিরিজ শুরুর আগে সোহানের সঙ্গে উইকেট কিপিং ভাগাভাগি করতে বলেন মুশফিককে। প্রথম দুই ম্যাচে সোহান ও পরের দুই ম্যাচে মুশফিক।
[৬] তবে তৃতীয় ম্যাচের আগেই মুশফিক জানান টি-টোয়েন্টিতে আর কিপিং করবে না। গুঞ্জন আছে কোচের কিপিং ভাগাভাগি তত্ব পছন্দ হয়নি এই ক্রিকেটারের। সম্পাদনা: এল আর বাদল