শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৮:৫৮ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৮:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গা আটক

অহিদ মুকুল: [২] নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৪ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ভাসানচরের উত্তর দক্ষিণ দিকের ১০ কিলোমিটার দূরের জঙ্গল থেকে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (১ অক্টোবর) সকালে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

[৪] আটক রোহিঙ্গারা হলেন এহসান উল্ল্যাহ (২২), কিসমত আরা (২১), সুমাইয়া(৫), সেনোয়ারা (২৫), আকিফা আক্তার (৩), মোহাম্মদ রাসেদ উল্ল্যাহ (১০ মাস), রিয়া মনি (৪), সিপা মনি (২), নূরুল আজিম (২৩), সৈকত আরা (১৮), নূরুল হাকিম (১০), মো. ইব্রাহিম (৩১), জামালিদা (২৬), আবদুল কাদের (৮), নূরকাইদা (৫), ফাতেমা (১০ মাস), আলমরিজা (৭), মো. আলী (১৯), সেফায়েত উল্ল্যাহ (২৮), হাসিনা (২৬), সুমাইয়া (৫), নয়ন (১২) এবং জান্নাতুল ফেরদৌস (৮)।

[৫] এসপি মো.শহীদুল ইসলাম জানান, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর জন্য বেশ কয়েকজন রোহিঙ্গা জঙ্গলে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে চট্রগ্রামের উদ্দেশ্যে তাদের রওয়ানা হওয়ার কথা ছিলো।

[৬] পুলিশ সুপার আরও জানান, আটকদের পুলিশের সহায়তায় ভাসানচরের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধি ও ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনাগত ব্যবস্থা প্রক্রিয়ধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়