স্পোর্টস ডেস্ক : [২] টেস্ট ক্রিকেটে মাঝে মাঝে এমন ফিল্ডিং দেখা গিয়েছে। তবে তাই বলে সীমিত ওভারের ক্রিকেটে এমন ফিল্ডিং সাজানোর কথা ভুলেও ভাববেন না কোনও বোলার। বিশেষ করে ১০ ওভারের ক্রিকেট ম্যাচ হলে কোনও ক্যাপ্টেন স্লিপে আটজন ফিল্ডার রাখবেন, এমনটা ভাবাই সম্ভব নয় ক্রিকেটপ্রেমীদের পক্ষে। অথচ ঠিক সেটাই দেখা গেল ইউরোপীয়ান ক্রিকেট লিগের ম্যাচে।
[৩]ইংল্যান্ড একাদশের বিরুদ্ধে ম্যাচের প্রথম বলে ফিনল্যান্ডের বোলার আমজাদ শের স্লিপে ৮জন ফিল্ডার দাঁড় করিয়ে দেন।
[৪]ম্যাচে যদিও ফিনল্যান্ডকে হারতে হয় ১৪ রানে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড একাদশ নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১১৩ রান তোলে। ড্যান লিঙ্কন ৫৬ রান করেন। অ্যান্ডি রিস্টন ২৫ রান করে অপরাজিত থাকেন। ২টি উইকেট নেন মহেশ বালাসাহেব তাম্বে। ক্রিকবাজ। সম্পাদনা : রাহুল রাজ।