রাহুল রাজ: [২] শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। জামাল ভুঁইয়ারা ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন। পেনাল্টি থেকে ১ মাত্র গোলটি করেন তপু বর্মণ।
[৩] ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন তপু বর্মণ। প্রথমার্ধে দারুণ খেলেও গোলের দেখা পায়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের ১০ মিনিট না যেতেই লাল সবুজের শিবিরকে উল্লাসে ভাসান ডিফেন্ডার তপু। লঙ্কানরা ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় অস্কার ব্রুজোনের শিষ্যরা। অসাধারণ স্পট কিকে বল জালে জড়াতে ভুল করেননি বসুন্ধরা কিংসে খেলা তারকা ডিফেন্ডার।
[৪] প্রথমার্ধে দুর্দান্ত খেলেও গোল পায়নি বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে জামাল ভুঁইয়ার দল। বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে একটি শ্রীলঙ্কান গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। রক্ষণ ভাগ-মাঝ মাঠে কতৃত্ব দেখালেও আক্রমণভাগে এসে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।
[৫] প্রথমার্ধ শেষে বল দখলের লড়াই ও আক্রমণে এগিয়ে ছিলো অস্কার ব্রুজোনের শিষ্যরা। প্রথমার্ধের ৬২ শতাংশ সময় বল ছিলো জামালদের পায়ে। বাংলাদেশ লঙ্কানদের গোলবার লক্ষ্য করে শট নিয়েছে ৭টি। আর লঙ্কানরা নিয়েছে ৫টি। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।