শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৫:০৮ বিকাল
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৫:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০১৪-এর বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে এবার খেলতে হচ্ছে বাছাই পর্ব

নিজস্ব প্রতিবেদক : [২] সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে জায়গা করে নিতে হলে উতরাতে হবে বাছাই পর্বের বাধা। একেই হয়ত বলে কপালের লিখন। যেখানে প্রথম রাউন্ডের এ- গ্রুপে রয়েছে তারা। আগামী ১৮ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে দ্বীপরাষ্ট্রটি। ২০ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে তারা। ২২ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম রাউন্ডের ইতি টানবে লঙ্কানরা।

[৩] দাসুন শানাকাকে অধিনায়ক করে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল। অভিজ্ঞ এই ক্রিকেটারের উপরই সমর্থকদের প্রত্যাশাটা থাকছে আকাশচুম্বী। বিশ্বকাপে দলের ট্রাম্পকার্ডও ধরা হচ্ছে তাকে।

[৪] এছাড়া দলে রাখা হয়েছে রহস্যময় স্পিনার মাহেশ থিকশিনাকে। মাত্র ১টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞ নিয়েই আমিরাতের বিমান ধরবেন তিনি। মুত্তিয়া মুরালিধরনের উত্তরসূরি ভাবা এই স্পিনারের উপর তাই বাড়তি আগ্রহ থাকছে সবারই।

[৫] এছাড়া লঙ্কানদের বিশ্বকাপ দলে থাকা আরেক স্পিনার প্রবীন জয়াবিক্রমার উপরও থাকছে বাড়তি আকর্ষণ। নিজের অভিষেক টেস্ট সিরিজেই বাংলাদেশের বিপক্ষে গড়েছিলেন রেকর্ড। তাই লাল বলের মতো সাদা বলেও তার স্পিন ভেল্কি দেখতে মুখিয়ে ভক্তরা।

[৬] শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে তরুণদের আধিক্য থাকলেও জায়গা হয়নি অভিজ্ঞ গলাসিথ মালিঙ্গার। অবশ্য বিশ্বকাপ দল ঘোষণার কদিনের মাথায় টি-টোয়েন্টি ফরম্যাট থেকেও বিদায় নিয়েছেন লঙ্কান এই কিংবদন্তি পেসার।

[৭] মালিঙ্গার নেতৃত্বেই ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। এছাড়া ২০০৯ ও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ফাইনালের উঠার পেছনেও বড় ভূমিকা পালন করেছিলেন তিনি। তাই এবারের বিশ্বকাপে মালিঙ্গার সার্ভিস যে খুব বেশি মিস করবে শ্রীলঙ্কা, তা অনুমেয় করাই যায়।

[৮] এদিকে নিষেধাজ্ঞায় থাকায় নিরোশান ডিকভেলা, কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকার না থাকা বিশ্বকাপে বেশ ভোগাতে পারে লঙ্কানদের। এছাড়া সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্মও খুব একটা কথা বলছেনা তাদের পক্ষে। ক'দিন আগেই ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ খুইয়েছে দলটি।

[৯] সবমিলিয়ে স্বর্নযুগ পার করে আসা শ্রীলঙ্কার বিশ্বকাপ অভিযান যে খুব একটা সুখকর হচ্ছে তা জোর গলায় বলা যাচ্ছে না। তবে পোড় খেতে থাকা এই দলটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে এটাই দেখার বিষয় এখন।

[১০] শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুনারত্নে, নুয়ান প্রদিপ, দুশমন্থ চামিরা, প্রাভিন জয়াবিক্রমা, লাহিরু মাদুশঙ্কা ও মাহিশ থিকশানা।ট্রাভেলিং রিজার্ভ: লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া ও পুলিনা থারাঙ্গা। ক্রিকবাজ,নটআউট, সম্পাদনা: রাহুল রাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়