শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেলবাহী জাহাজের ধাক্কায় কর্ণফুলী নদী তীরবর্তী ডলফিন জেটি-৫ ক্ষতিগ্রস্ত

রিয়াজুর রহমান: [২] থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে আসা জ্বালানি তেল পরিবহনকারী এমটি গ্র্যান্ড এইচ-৮ নামের জাহাজটি বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেটিতে নোঙর করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে এ ধাক্কা দেয়।

[৩] এতে জেটির চারটি পিলার ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার প্রাথমিক তদন্তে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা হয়েছে বলে জানান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)।

[৪] জানা গেছে, তেলবাহী জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে জেটিতে সজোরে আঘাত দিলে জেটির পিলার, স্টিলের কাঠামো ও নোঙর করার ফেন্ডার ভেঙ্গে যায়। পাশাপাশি জেটিতে জ্বালানি তেলের পাইপলাইন নেটওয়ার্কও ভেঙে পড়েছে। জাহাজটিতে থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে আনা ৩৫ হাজার মেট্রিকটন ডিজেল রয়েছে। এমনকি জ্বালানি পরিবহনের পাইপলাইনের নেটওয়ার্ক ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যার কারণে সংস্কার না হওয়া পর্যন্ত জিটির সব কার্যক্রম বন্ধ রাখতে হচ্ছে।

[৫] বিদেশী এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন। ইন্দোনেশিয়ার জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ভূমিসিয়াক পোসাকো থেকে ডিজেলগুলো আমদানি করে এনেছে তাদের বাংলাদেশী এজেন্ট বিএসপি। প্রতিষ্ঠানটি দরপত্রের মাধ্যমে বিপিসিকে বিভিন্ন দেশ থেকে জ্বালানি তেল সরবরাহ করে।

[৬] এদিকে বিপিসির পরিচালক (অপারেশন) সৈয়দ মেহেদী হাসান বলেন, মেঘনা পেট্রোলিয়ামের ডলফিন জেটিতে তেলবাহী জাহাজটি বার্থিং করার সময় ধাক্কা দেয়। এতে অভ্যন্তরীণ একটি লাইন সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইমপোর্ট লাইনটি ঠিক রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। শুক্রবার (১ অক্টোবর) দুর্ঘটনাস্থলে যৌথ সার্ভের মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়। এসময় বিপিসি, মেঘনা ও সার্ভে প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন।

[৭] এ বিষয়ে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) শেখ আবদুল মোতালেব বলেন, এমটি গ্র্যান্ড এইচ-৮ জাহাজটি জেটিতে নোঙর করার সময় দুর্ঘটনা ঘটে। আমরা জাহাজের ক্যাপ্টেনকে লিখিত অভিযোগ করেছি। জাহাজটি বন্দর ত্যাগের আগে তাদের স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে সার্ভে করে জেটির ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ক্ষতিপূরণ পরিশোধের দাবি জানিয়েছি।

[৮] এছাড়া এমটি গ্র্যান্ড এইচ-৮ নামে ইন্দোনেশিয়ার পতাকাবাহী জাহাজটি জেটিতে নোঙর করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেওয়া বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়