আল আমীন: ' ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা' এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের উপপরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ'এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, প্রবীণ হিতৈষী সংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট খালেকুজ্জামান। বিভিন্ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, সরকার ২০২০-২১ অর্থবছর থেকে ডিজিটাল পদ্ধতিতে বয়স্ক দরিদ্র মানুষদেরকে মোবাইল ও এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীগণকে উপবৃত্তি জিটুপি পদ্ধতিতে দিচ্ছে। ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় যা কয়েকধাপ এগিয়ে গেলো। গত অর্থবছরে ১১২ টি উপজেলা (তম্মধ্যে ময়মনসিংহে ৯টি উপজেলা) এবং চলতি অর্থবছরে আরও ১৫০টি উপজেলা শতভাগ ভাতার আওতায় এনেছে।
ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলার মধ্যে ১০টি উপজেলাই শতভাগ ভাতার আওতাভুক্ত। ময়মনসিংহ জেলায় ২.২৭ লক্ষসহ সারাদেশের ৫৭ লক্ষ বয়স্ক মানুষ চলতি অর্থবছরে ডিজিটাল সেবার আওতায় আসলো। এছাড়া ২৪.৭৫ লক্ষ বিধবা, ২১.০৮ লক্ষ প্রতিবন্ধী মানুষ ভাতা ও উপবৃত্তি ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ও এজেন্ট ব্যাংকিং'এর মাধ্যমে পাচ্ছে। সকল বয়সী মানুষকে ডিজিটাল সেবা দিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করছে।