শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণি দ্রুতই ফেরত পাবেন গাড়ি, ল্যাপটপ, ফোনসহ জব্দ হওয়া ১৬ আলামত

ইমরুল শাহেদ: মাদককাণ্ডে গ্রেপ্তার হওয়া পরীমণির ব্যবহারের গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ ১৬টি জব্দ হওয়া আলামত ফেরত দিতে নির্দেশ দিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পরিদর্শক কাজী মোস্তাফা কামালকে জব্দ তালিকায় থাকা আলামতগুলো ফেরত দিতে বলা হয়েছে। সে অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগের প্রস্তুতিও চলছে।

পরীমণির একটি সূত্র জানিয়েছে, খুব দ্রুতই তার জব্দ হওয়া আলামতগুলো ফেরত পাবেন। কারণ তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন, জব্দ হওয়া আলামতগুলো ফেরত দিলে তদন্ত কাজে কোনো বিঘ্ন ঘটবে না।

পরীমণির জব্দ হওয়া ১৬টি আলামতের মধ্যে রয়েছে - হ্যারিয়ার গাড়ি, দু’টি ল্যাপটপ, তিনটি আইফোন, একটি আইপ্যাড, মেমোরি কার্ড একটি, পেনড্রাইভ একটি, একটি মডেম, মাই স্টাইক একটি, দুই ব্যাংকের দু’টি ভিসা কার্ড, একটি গোল্ড কার্ড এবং দুটি পাসপোর্ট।

অন্যদিকে তিনি নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সেটি হলো অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’। মায়ের চরিত্রেই তিনি অভিনয় করবেন। ১৯৭১ সালে সাতমাস বয়সী এক শিশুকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।

পরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, সিনেমাটিতে পরীমণি চূড়ান্ত। তবে আগামী ডিসেম্বর পর্যন্ত পরীমণির কোনও শিডিউল ফাঁকা নেই। তাই জানুয়ারি থেকে পরীমণিকে নিয়ে মাঠে নামবেন তিনি।

পরীমণি ইতোমধ্যে যেসব ছবির কাজ করবেন সেগুলোর মধ্যে রয়েছে গুনিন, বায়োপিক, প্রীতিলতাসহ আরো দু’একটি। নতুন ছবিতে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণিও।

তিনি বলেন, 'ছবিটির গল্প আমার খুবই পছন্দ হয়েছে। এমন চরিত্রে আমার কাজ করা হয়নি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো। আশা করছি, নিজেকে ভাঙতে পারবো।’ পরিচালক অরণ্য আনোয়ার বলেন, ‘এমন একটি চরিত্র পরীমণির জন্য খুবই চ্যালেঞ্জিং। কিন্তু আমাকে চরিত্রের জন্য তাকেই লাগতো। পরীও চ্যালেঞ্জটা নিয়েছে।’ তবে কেন পরীমণিকেই দরকার সে ব্যাখ্যা দেননি পরিচালক। ছবিটি প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়