শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২১, ০১:৫৫ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২১, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসা কলিম মুকুল: ছোট চুল, বড় চুল এবং আমাদের স্যার-ম্যাডামগণ

মুসা কলিম মুকুল: সে আমার ভীষণ প্রিয় ছাত্র, তার ছোট ছোট চুল। আগে তার কাঁধ পর্যন্ত লম্বা চুল ছিলো। জলপ্রপাতের মতো নেমে আসতো সেই চুল। সে আমার প্রিয় তার লেখাপড়ার জন্য নয়। লেখাপড়ায় সে খুব একটা মনোযোগী নয়। তবে সঙ্গীতে সে অসাধারণ। তার গীটার বাজানো আমাকে খুব আনন্দ দেয়, আমাকে আমার কাছে নিয়ে যেতে চায়। মঞ্চে বাজানোর সময় তার জলপ্রপাত চুলে নৃত্য খেলার স্মৃতি এখনো আমাকে মুগ্ধ করে। খুব সাধাসিধে শান্ত ছেলে অথচ প্রাণপ্রাচুর্যে ভরপুর। আমার কাছে সঙ্গীতের নানা বিষয়ে প্রশ্ন তার। তখন তার মনোযোগের গভীরতা দেখে কে? লম্বাচুল নিয়ে কলেজে এলেই শিক্ষকদের নানা মন্তব্য শুনতে হতো তার। ফলে কলেজে সে আসা বন্ধ করে দিলো। একদিন ক্লাসরুমে ঢুকতে গিয়ে দেখি, বইখাতা নিয়ে মাথা নত করে সেও ক্লাসে ঢুকছে পরের দরজা দিয়ে।

মাথার চুল ছোট ছোট করে ছাঁটা। ক্লাস শেষে জিজ্ঞেস করলাম, ‘চুল কোথায়?’ চোখের তারার বেদনা ঢাকতে ঠোঁট প্রসারিত করে হাসির ভাব আনার চেষ্টা করলো ছেলেটি, ‘স্যারেরা, ম্যাডামেরা খুশি হয় না।’ কিছু কিছু স্যারেরা, ম্যাডামেরা কেন এই বিনয়ী ছেলেটির অপূর্ব সুন্দর চুল দেখে খুশি হতে পারেন না? তারা আসলে স্যাডিস্ট। নিজের অবদমন এবং যৌনাবদমনকে ধর্মের নামে, আদবের নামে, শৃঙ্খলার নামে অন্যদের ওপর চাপিয়ে না দিয়ে তারা পারেন না। এই চাপিয়ে দেওয়ার পদাধিকার-ক্ষমতাটুকু ছাড়া তাদের ভাঁড়ারে কিচ্ছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এসব শিক্ষকদের মুখস্তবিদ্যে তাদের ছাত্রজীবনের পরীক্ষার খাতায় পুরোটাই বয়ে গেছে। শ্রেণিকক্ষে তাদের দৌড় কেবল পরীক্ষার খাতায় বন্যা বইয়ে দেওয়ার ছক কষা পর্যন্ত। তারা কেবল ব্যক্তিগতভাবে সফল আত্মরতিওয়ালা মানুষ গড়তে আগ্রহী। সে ক্ষমতাও খুব একটা নেই আর তাদের। প্রজ্ঞা, দক্ষতা ও মানসিকতা নিয়ে প্রকৃতি ও দেশের মানুষকে সেবা করতে আগ্রহী যে মানুষ- তেমন মানুষ গড়ার চিন্তা তাদের মাথায় স্থান পাবার নয়। যদিও এই দেশের নাম বাংলাদেশ। এই দেশ কুদরাত-ই-খুদার দেশ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়