মাকসুদ রহমান:[২] ইউরোপীয় ইউনিয়ন তাদের ৬০% নাগরিককে টিকার অধীনে আনলেও আফ্রিকায় টিকা পেয়েছে কেবল ৪% মানুষ। মহাদেশটির মরক্কো, সিচেলিস এবং মরিশাসে অন্তত ৪০% মানুষকে টিকা দেয়া হয়েছে। বিবিসি
[৩]বিশ্ব স¦াস্থ্য সংস্থা জানিয়েছে,সেপ্টেম্বরের শেষ নাগাদ তাদের বেঁধে দেওয়া সময়ে অন্তত ১০% নাগরিককে টিকার আওতায় আনতে পারবে আফ্রিকার ১৪টি দেশ। আফ্রিকা মহাদেশে মোট দেশের সংখ্যা ৫৪। এ বৈষম্যের জন্য দরিদ্র দেশে কোভ্যাক্সের টিকা বণ্টন পদ্ধতির দুর্বলতাকে দায়ী করা হচ্ছে।
[৪]কোভ্যাক্স জানিয়েছে,তারা আফ্রিকার চাহিদা পূরণে ৩০ কোটি টিকা প্রস্তুত করলেও ধনীদেশগুলোতে টিকা বিতরণের পর আফ্রিকার দেশগুলো মাত্র সোয়া সাত কোটি টিকা কিনতে পেরেছে। সম্পাদনা: সাকিবুল আলম