মাকসুদ রহমান:[২] রোববার নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর হামলায় দেশটির উত্তর সীমান্তের কাদুনা প্রদেশে বহু মানুষ প্রাণ হারায়। মৃতদের জন্য প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস। দেশটিকে তিনি জনগণের নিরাপত্তার অঙ্গীকারের জন্য জাগ্রত হওয়ার আহবান জানিয়েছেন। বিবিসি
[৩]বুধবার পোপ ফ্রান্সিস ভ্যাটিক্যান সিটিতে উপস্থিত শ্রোতাদের সামনে মাদামাই এবং আবুস গ্রামের ঘটনা উল্লেখ করে বলেন, আমি রোববার সৈন্যদের আক্রমণের শোক সংবাদটি পড়েছি,আশা করি নাইজেরিয়া তার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে।
[৪] নাইজেরিয়ার উত্তরাঞ্চলটি অনেক বছর ধরেই আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাবাদের আখড়া হিসেবে স্থান করে নিয়েছে। ডাকাতির জন্য মারণাস্ত্রের ব্যবহার এবং মুক্তিপণ আদায়ে অপহরণের ঘটনা নিয়মিত ঘটছে এলাকাটিতে। সম্পাদনা:সাকিবুল