শিরোনাম
◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ ◈ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুস্তাফিজুর রহমানকে শোকজ ◈ নির্বাচনে এনসিপি অংশ নেবে কিনা পুনর্বিবেচনার সময় এসেছে : আসিফ মাহমুদ (ভিডিও)

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া আইডি খুলে বিয়ের নামে প্রতারণা, স্বামীর মামলায় স্ত্রী কারাগারে (ভিডিও)

ডেস্ক নিউজ: ফেইসবুকে ভুয়া আইডি খুলে বিয়ের নামে প্রতারণা, একাধিক নাম ঠিকানায় ৪টি এনআইডি তৈরিসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের এক নারীর বিরুদ্ধে।

কখনও মিনু, কখনও সুমি, কখনও ফাতেমা, আবার কখনও পরিচয় দেন রোমানা নামে। মিনু পরিচয় দেয়া ওই নারীর সাথে ফেইসবুকে পরিচয়ের পর বন্ধুত্ব হয় কাতার প্রবাসী ইমাম হোসেনের। ২০১৯ সালে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে হয় তাদের। বিয়ের পর স্বামী খুঁজে পান মিনুর তিনটি পরিচয়পত্র, আরও এক বিয়ের কাবিননামা এবং ফেইসবুকে রাশেদ নামের এক যুবকের সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে ছবি। ডিবিসি টিভি

ভুক্তভোগী স্বামী ইমাম হোসেন জানান, প্রবাসে থাকার সময় বিভিন্ন সময়ে তিনি স্ত্রীকে প্রায় সাত লক্ষাধিক টাকা দিয়েছেন। টাকা পাঠানোর জন্য ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর চাইলেও সে দিত না বলেও জানান ইমাম হোসেন।

একটি জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, তার নাম ফাতেমা খাতুন, স্বামীর নাম লুৎফর রহমান ও মায়ের নাম শামসুন নাহার। ২০২০ সালের একটি জাতীয় পরিচয়পত্রে তার নাম নাছমিন আক্তার সিমু ও আরেকটি নাগরিক সনদপত্রে বাবা-মায়ের নাম ঠিক রেখে মিনু আক্তার নাম দেয়া হয়েছে।

ইমাম হোসেনের আইনজীবী গোলাম মওলা মুরাদ জানান, মিনু পরিচয় দেয়া ওই নারীর ফেইসবুকে এক ধরনের নাম, জাতীয় পরিচয় পত্র একধরন আবার কাবিননামায় আরেক ধরনের পরিচয়। একটার সঙ্গে আরেকটার মিল নেই।

ভুক্তভোগী স্বামী ইমাম সম্প্রতি ওই নারীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে অভিযোগ করেন। তার সাথে বিয়ে বহাল থাকা অবস্থায় ওই নারীকে বিয়ের অভিযোগে মোস্তফা জামিল ও রাশেদ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়