শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া আইডি খুলে বিয়ের নামে প্রতারণা, স্বামীর মামলায় স্ত্রী কারাগারে (ভিডিও)

ডেস্ক নিউজ: ফেইসবুকে ভুয়া আইডি খুলে বিয়ের নামে প্রতারণা, একাধিক নাম ঠিকানায় ৪টি এনআইডি তৈরিসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের এক নারীর বিরুদ্ধে।

কখনও মিনু, কখনও সুমি, কখনও ফাতেমা, আবার কখনও পরিচয় দেন রোমানা নামে। মিনু পরিচয় দেয়া ওই নারীর সাথে ফেইসবুকে পরিচয়ের পর বন্ধুত্ব হয় কাতার প্রবাসী ইমাম হোসেনের। ২০১৯ সালে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে হয় তাদের। বিয়ের পর স্বামী খুঁজে পান মিনুর তিনটি পরিচয়পত্র, আরও এক বিয়ের কাবিননামা এবং ফেইসবুকে রাশেদ নামের এক যুবকের সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে ছবি। ডিবিসি টিভি

ভুক্তভোগী স্বামী ইমাম হোসেন জানান, প্রবাসে থাকার সময় বিভিন্ন সময়ে তিনি স্ত্রীকে প্রায় সাত লক্ষাধিক টাকা দিয়েছেন। টাকা পাঠানোর জন্য ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর চাইলেও সে দিত না বলেও জানান ইমাম হোসেন।

একটি জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, তার নাম ফাতেমা খাতুন, স্বামীর নাম লুৎফর রহমান ও মায়ের নাম শামসুন নাহার। ২০২০ সালের একটি জাতীয় পরিচয়পত্রে তার নাম নাছমিন আক্তার সিমু ও আরেকটি নাগরিক সনদপত্রে বাবা-মায়ের নাম ঠিক রেখে মিনু আক্তার নাম দেয়া হয়েছে।

ইমাম হোসেনের আইনজীবী গোলাম মওলা মুরাদ জানান, মিনু পরিচয় দেয়া ওই নারীর ফেইসবুকে এক ধরনের নাম, জাতীয় পরিচয় পত্র একধরন আবার কাবিননামায় আরেক ধরনের পরিচয়। একটার সঙ্গে আরেকটার মিল নেই।

ভুক্তভোগী স্বামী ইমাম সম্প্রতি ওই নারীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে অভিযোগ করেন। তার সাথে বিয়ে বহাল থাকা অবস্থায় ওই নারীকে বিয়ের অভিযোগে মোস্তফা জামিল ও রাশেদ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়