শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০৭ দুপুর
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুয়া আইডি খুলে বিয়ের নামে প্রতারণা, স্বামীর মামলায় স্ত্রী কারাগারে (ভিডিও)

ডেস্ক নিউজ: ফেইসবুকে ভুয়া আইডি খুলে বিয়ের নামে প্রতারণা, একাধিক নাম ঠিকানায় ৪টি এনআইডি তৈরিসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের এক নারীর বিরুদ্ধে।

কখনও মিনু, কখনও সুমি, কখনও ফাতেমা, আবার কখনও পরিচয় দেন রোমানা নামে। মিনু পরিচয় দেয়া ওই নারীর সাথে ফেইসবুকে পরিচয়ের পর বন্ধুত্ব হয় কাতার প্রবাসী ইমাম হোসেনের। ২০১৯ সালে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে হয় তাদের। বিয়ের পর স্বামী খুঁজে পান মিনুর তিনটি পরিচয়পত্র, আরও এক বিয়ের কাবিননামা এবং ফেইসবুকে রাশেদ নামের এক যুবকের সাথে স্বামী-স্ত্রী পরিচয়ে ছবি। ডিবিসি টিভি

ভুক্তভোগী স্বামী ইমাম হোসেন জানান, প্রবাসে থাকার সময় বিভিন্ন সময়ে তিনি স্ত্রীকে প্রায় সাত লক্ষাধিক টাকা দিয়েছেন। টাকা পাঠানোর জন্য ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর চাইলেও সে দিত না বলেও জানান ইমাম হোসেন।

একটি জাতীয় পরিচয়পত্রে দেখা যায়, তার নাম ফাতেমা খাতুন, স্বামীর নাম লুৎফর রহমান ও মায়ের নাম শামসুন নাহার। ২০২০ সালের একটি জাতীয় পরিচয়পত্রে তার নাম নাছমিন আক্তার সিমু ও আরেকটি নাগরিক সনদপত্রে বাবা-মায়ের নাম ঠিক রেখে মিনু আক্তার নাম দেয়া হয়েছে।

ইমাম হোসেনের আইনজীবী গোলাম মওলা মুরাদ জানান, মিনু পরিচয় দেয়া ওই নারীর ফেইসবুকে এক ধরনের নাম, জাতীয় পরিচয় পত্র একধরন আবার কাবিননামায় আরেক ধরনের পরিচয়। একটার সঙ্গে আরেকটার মিল নেই।

ভুক্তভোগী স্বামী ইমাম সম্প্রতি ওই নারীর বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে অভিযোগ করেন। তার সাথে বিয়ে বহাল থাকা অবস্থায় ওই নারীকে বিয়ের অভিযোগে মোস্তফা জামিল ও রাশেদ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়