আবদুল ওহাব: [২] বগুড়ার শাজাহানপুরে ঢাকাগামী হানিফ পরিবহনের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাতনামা বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
[৩] বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মহাসড়ক সংলগ্ন উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আড়িয়া বাজারে কেনাকাটা করতে আসে অজ্ঞাতনামা এক বৃদ্ধলোক। এরপর সে মহাসড়কের পাশে দিয়ে হেটে যাচ্ছিলো। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহন (ঢাকা মেট্রো- ক১৪৬৬৫১) আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে ওই বৃদ্ধ লোকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
[৫] হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই হাসান জানান, অজ্ঞাত পথচারীর মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।