সালেহ্ বিপ্লব: [২] মুসোলিয়াম শব্দটি এখন সমাধি অর্থেই ব্যবহৃত হয়, যে স্থাপনায় বিখ্যাত কোন ব্যক্তিকে সমাহিত করা হয়েছে। এই শব্দটি এসেছে গ্রীক শব্দ মুসোলাস থেকে। অ্যানসিয়েন্ট অরিজিন ডটকম
[৩] মুসোলাস ছিলেন ক্যারিয়ার দ্বিতীয় শাসক, রাজার মর্যাদা পেতেন তিনি। খৃষ্টপূর্ব ৩৫৩ সালে তিনি মারা যান। এতোটাই জনপ্রিয় শাসক ছিলেন তিনি, মানুষ তাকে দেবতার মতো ভক্তি করতো। তার সমাধিকেই প্রথম এবং প্রকৃত মুসোলিয়াম বলা হয়ে থাকে। এটি নির্মিত হয়েছিলো হ্যালাকানাসাস শহরে, যেটি বর্তমানে তুরস্কের বডরুম শহর।
[৪] প্রাচীন বিশ্বের সাত আশ্চর্য স্থাপনা হিসেবে হ্যালাকানাসাস-এর সমাধি ছিলো খুবই পরিচিত। মিশরের পিরামিডের পর একমাত্র এই মুসোলিয়াম টিকে আছে দেড় সহস্রাব্দের বেশি সময় ধরে।