শিরোনাম
◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:০০ রাত
আপডেট : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গার্মেন্টস কর্মীদের জন্য ডিজিটাল ঋণ চালু

নিউজ ডেস্ক : দেশের ব্যাংকিং খাতে এ ধরনের পদক্ষেপ এটিই প্রথম। গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) প্রাইম ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। ঢাকাপোস্ট

সুইসকন্টাক্ট এবং ব্রিটিশ ফিন-টেক আগাম ইন্টারন্যাশনালের সহযোগিতায় চলতি মাসের শুরুর দিকে শুধুমাত্র নির্বাচিত কারখানার জন্য এ পাইলট ঋণ কার্যক্রম চালু করেছে। এ পাইলট ঋণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে পরবর্তীতে ব্যাংক দেশব্যাপী কার্যক্রম প্রসারের চিন্তাভাবনা করবে। প্রস্তাবিত ‘প্রাইমঅগ্রিম’ এর মাধ্যমে গ্রাহকের ক্রেডিট সক্ষমতা মূল্যায়ন করে ডিজিটালি ঋণ বিতরণ সম্পন্ন করা যাবে। ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন ছাড়াই ঋণ আবেদন থেকে ঋণ পরিশোধের সামর্থ্য মূল্যায়ন এবং অনুমোদনের সব ধাপ ডিজিটালি সম্পাদন করা হবে, যার ফলে একইসঙ্গে সময় এবং খরচ সাশ্রয় হবে।

এ বিষ‌য়ে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে প্রাইম ব্যাংক সবসময় এগিয়ে থাকে। ডিজিটাল পরিষেবার মাধ্যমে এ পাইলট ঋণ বিতরণ কার্যক্রম আর্থিক অন্তর্ভুক্তিতে আমাদের সুদৃঢ় অঙ্গীকারেরই প্রমাণ বহন করে।

প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিবিও এবং কনজ্যুমার ব্যাংকিংয়ের প্রধান এএনএম মাহফুজ বলেন, আমাদের অর্থনীতিতে আরএমজি সেক্টরের সর্বাধিক অবদান রয়েছে এবং এ ডিজিটাল উদ্ভাবনটি আরএমজি কর্মীদের জরুরি প্রয়োজনে অতি সহজে ঋণ পেতে সহায়তা করবে, যা তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে।

আগাম ইন্টারন্যাশনালের ফাউন্ডার ও সিইও শাবনাম নিদা ওয়াজেদ বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো একটি উদ্যোগ চালু করা হয়েছে যেখানে গ্রাহকরা, বিশেষ করে গার্মেন্টস কর্মীরা এ অনিশ্চিত সময়ে ব্রাঞ্চে না গিয়ে কোনো অসুবিধা ছাড়াই কয়েক মিনিটের মধ্যে ঋণ পেতে পারেন। আমরা এর অংশ হতে পেরে অত্যন্ত আনন্দিত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়