শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়ি ফিরে ইনজামাম বললেন আমার হার্ট অ্যাটাক হয়নি, রুটিন চেকআপে ছিলাম

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের গণমাধ্যম তো বটেই, আন্তর্জাতিক গণমাধ্যমেরও খবর ছিল হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইনজামাম-উল-হক। তার দ্রুত সুস্থতা জানিয়ে টুইট করেন অনেক কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফিরে সাবেক এই ক্রিকেটার বললেন, এমন কিছু না, তিনি হাসপাতালে গিয়েছিলেন রুটিন চেকআপের জন্য।

[৩] রুটিন চেকআপে গিয়ে অবশ্য তার ধমনিতে ব্লক ধরা পড়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেখানে স্টেন্ট বসাতে হবে। সোমবার (২৭ সেপ্টেম্বর) ইনজামামের অসুস্থতার খবর নিয়ে পাকিস্তানের সবগুলো গণমাধ্যম, ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো অভিন্ন খবর দিয়েছিল। হার্ট অ্যাটাকের পর ইনজামামকে এনজিওপ্লাস্ট করাতে হয়েছিল বলে জানিয়েছিল তারা।

[৪] তবে সুস্থ হয়ে নিজের ইউটিউবে চ্যানেলে ইনজামাম বললেন একদম ভিন্ন কথা, আমি শুনেছি কেউ কেউ বলেছে আমার হার্ট অ্যাটাক হয়েছে। আসলে তা নয়। আমি স্রেফ রুটিন চেকআপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার কিছু সমস্যা মনে করায় বললেন এনজিওগ্রাম করতে হবে। তাতে ধমনিতে ব্লক ধরা পড়ায় স্টেন্ট বসানোর পরামর্শ দিয়েছেন তিনি। হাসপাতালে লম্বা সময়ও থাকতে হয়নি তাকে। ইনজামাম বলেন, তিনি এখন বেশ সুস্থই আছেন, সব কিছু সহজেই হয়ে গেছে। ১২ ঘণ্টার মতো হাসপাতালে থেকে বাড়ি ফিরেছি। আমি এখন ভালো আছি। শরীর স্বাভাবিক।

[৫] তবে শরীরের সামান্য কোন সমস্যাতেও হেলা না করে সবাইকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানিয়েছেন তিনি। অবশ্য তার জন্য যারা শুভকামনা জানিয়েছে, প্রার্থনা করেছেন সেইসব সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ও অন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইনজামাম। ১৯৯২ বিশ্বকাপে পাকিস্তানের জয়ের অন্যতম কারিগর ইনজামাম খেলা ছাড়ার পর জাতীয় দলের ব্যাটিং পরামর্শক, প্রধান নির্বাচকসহ বিভিন্ন ভূমিকায় কাজ করেছেন। আফগানিস্তানের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নিজের ইউটিউব চ্যানেলেই বিভিন্ন ক্রিকেটীয় বিষয়ে মতামত দিতে দেখা যায় তাকে। ডেইলিস্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়