শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানি ২২% বৃদ্ধি, চীনের হারানো অর্ডার এলো দেশে ◈ বিরল দৃশ্যের অবতারণা, কাবা ঘরের ওপর নেমে এলো চাঁদ ◈ ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা ১০ লাখ টাকা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার (ভিডিও) ◈ মাহফুজ আলমের ওপর হামলা চেষ্টা, লন্ডন পুলিশকে ব্যবস্থা নেয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের ◈ সংগীতশিল্পী ফরিদা পারভীন আর নেই ◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৭ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে ৯ ঘণ্টার ব্যবধানে এক পরিবারের ৩ জনের মৃত্যু

সাদেক আলী: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে বাবা-মেয়েসহ একই পরিবারের ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ওই ইউনিয়নের শ্রীকুটা গ্রামে এ ঘটনা ঘটে। আরটিভি

মৃত ব্যক্তিরা হলেন, শ্রীকুটা গ্রামের সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া (৮৫), তার মেয়ে সুরাইয়া আক্তার (৪৫) ও নাতনি সৈয়দা উলফাত (১২)।

জানা গেছে, অসুস্থ অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আরজু মিয়া। পরে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় সেখানে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে পরিবারের লোকদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

এক পর্যায়ে সকাল ৭টায় উপজেলা সদরের উত্তর বাজারে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার মেয়ে সুরাইয়া আক্তার। অন্যদিকে মায়ের মৃত্যুর খবর শুনে বিকেল ৩টার দিকে মারা যায় সুরাইয়া আক্তারের মেয়ে সৈয়দা উলফাত। পরে বাদ মাগরিব স্থানীয় শ্রীকুটা হাফিজিয়া মাদরাসা ও মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. রজব আলী বলেন, এই ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। তবে বিষয়টি খুবই মর্মান্তিক।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ এই তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়