শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৭ সকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২১, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে ৯ ঘণ্টার ব্যবধানে এক পরিবারের ৩ জনের মৃত্যু

সাদেক আলী: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নে মাত্র ৯ ঘণ্টার ব্যবধানে বাবা-মেয়েসহ একই পরিবারের ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ওই ইউনিয়নের শ্রীকুটা গ্রামে এ ঘটনা ঘটে। আরটিভি

মৃত ব্যক্তিরা হলেন, শ্রীকুটা গ্রামের সাজিদুর রহমান ওরফে আরজু মিয়া (৮৫), তার মেয়ে সুরাইয়া আক্তার (৪৫) ও নাতনি সৈয়দা উলফাত (১২)।

জানা গেছে, অসুস্থ অবস্থায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আরজু মিয়া। পরে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় সেখানে তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদে পরিবারের লোকদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।

এক পর্যায়ে সকাল ৭টায় উপজেলা সদরের উত্তর বাজারে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তার মেয়ে সুরাইয়া আক্তার। অন্যদিকে মায়ের মৃত্যুর খবর শুনে বিকেল ৩টার দিকে মারা যায় সুরাইয়া আক্তারের মেয়ে সৈয়দা উলফাত। পরে বাদ মাগরিব স্থানীয় শ্রীকুটা হাফিজিয়া মাদরাসা ও মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উবাহাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. রজব আলী বলেন, এই ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। তবে বিষয়টি খুবই মর্মান্তিক।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ এই তথ্য নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়