আরিফ জেবতিক : একজন রাইড শেয়ার চালক ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলটি পুড়িয়ে ফেলেছেন। বিষয়টি ট্রাফিক পুলিশের কড়াকড়ি কিংবা পাঠাও চালকের বাড়াবাড়ির বিষয় নয়। এই পাঠাও চালক একসময় ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, করোনাকালে তিনি সব হারিয়েছেন। এই মোটরসাইকেল চালানোর শারীরিক শ্রম ও মানসিক অবসাদ হয়তো তাকে এমন পর্যায়ে দাঁড় করিয়ে দিয়েছিলো যে তিনি নিজেকে সামাল দিতে পারেননি। করোনা আমাদের অনেকের জীবনকে লন্ডভন্ড করে দিয়ে গেছে। অনেকে চাকরি হারিয়েছেন, ব্যবসা হারিয়েছেন, অনেকে ধুঁকে ধুঁকে টিকে আছেন। তারা সবাই মানসিক অবসাদের মধ্য দিয়ে যাচ্ছেন। কারোটা প্রকাশ হয়, কারোটা হয় না। আপনার আশেপাশে এরকম যারা আছেন, তাদের প্রতি মানবিক হোন। লেখক : অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক