শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশ নব্য পাকিস্তান হওয়া থেকে রক্ষা পেয়েছে: আমির হোসেন আমু

শাহীন খন্দকার: [২] বিএসএমএমইউ’র এ ব্লক অডিটোরিয়ামে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন,আওয়ামী লীগ সভানেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপদসংকুল পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেছেন।

[৩] তিনি বলেন, প্রধানমন্ত্রী খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছেন। বাঙালি জাতিকে নতুন ধারায় প্রতিষ্ঠিত করেছেন। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা.মো. শারফুদ্দিন আহমেদ বলেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। আর জননেত্রী শেখ হাসিনার জন্ম না হলে আমরা আজকের বাংলাদেশ পেতাম না।

[৪] উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা পরিবারের সবকিছু হারানোর শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের এক রোল মডেল এবং মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছেন। তাই স্বাধীন বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর কাছে, আর অস্তিত্বের জন্য জননেত্রী শেখ হাসিনার কাছে জাতি চিরঋণী।

[৫] তিনি বলেন,দেশের সীমানা পেরিয়ে বিশ্ব নেতাদের কাতারে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাহসী নেতৃত্ব জাতিসংঘসহ সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ। তাই শেখ হাসিনার নেতৃত্বেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নীতি সংক্রান্ত কমিটি বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। মানুষের গড় আয়ু প্রায় ৭৩ বছরে উন্নীত হয়েছে। মাতৃমূত্যু হার হ্রাস, শিশুমৃত্যু হার হ্রাস পেয়েছে। সীমিত সম্পদ ও বিপুল জনগোষ্ঠী নিয়ে এ অর্জন প্রশংসনীয়।

[৬] প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিএসএমএমইউ’র কেবিন ব্লকের নিচ তলায় ইমার্জেন্সী ল্যাবরেটরির, অটিস্টিক শিশুদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনসহ বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য। অন্যদিকে শিশু কিডনী বিভাগ আয়োজিত ব্লাডার ক্লিনিক উদ্বোধনসহ এ্যাডভান্সিং পেডিয়াট্রিক নেফ্রোলজি কর্মসূচীতে এবং বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদে দেশের অগ্রগতি, উন্নয়ন ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়