নিজস্ব প্রতিবেদক : [২] মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তুরস্ক এয়ারলাইনসের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।
[৩] জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নেপালের বিপক্ষে দুটি বন্ধুত্বপূর্ণ ফিফা টিয়ার-১ ম্যাচ ও পরবর্তীতে এএফসি এশিয়া কাপের কোয়ালিফাই রাউন্ডে যথাক্রমে ১৮ ও ২২ সেপ্টেম্বর জর্ডান ও ইরানের মুখোমুখি হয় বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল।
[৪] সর্বশেষ ২৬ সেপ্টেম্বর হংকং ফুটবল এসোসিয়েশনের আমন্ত্রণে উজবেকিস্তানের মাঠে একটি প্রীতি ম্যাচ জয়ের মাধ্যমে এই সফর শেষ করে সাবিনার দল। ম্যাচটি বাংলাদেশ দল জিতে একমাত্র গোলে। জর্ডান ও ইরানের কাছে ৫ গোল করে হজম করে সাবিনারা। বাংলাদেশ দলের সবাই নিরাপদ ও সুস্থ আছেন এবং বর্তমানে বাফুফে মহিলা ফুটবল ক্যাম্পে অবস্থান করছেন।