এ এইচ সবুজ: [২] গাজীপুর মহানগরীর সালনা এলাকায় চাকরি খুজতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বদিউজ্জামান (৩০) নামে এক যুবকের। সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
[৩] বাসচাপায় প্রাণ হারানো বদিউজ্জামান গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার আনসার আলীর ছেলে।
[৪] এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সানির হাসান খান জানান, চাকরি খুজতে সালনা এলাকায় যান বদিউজ্জামান। এক পর্যায়ে ব্যাটারিচালিত রিকশা করে সালনা বাজার যাচ্ছিলেন তিনি। এ সময় দ্রুত বেগে আসা একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
[৫] পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বদিউজ্জামানকে মৃত ঘোষণা করেন। এস আই সানির হাসান খান আরো জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।