শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীমণির গাড়ি-ফোন ফেরত বিষয়ে প্রতিবেদন দিয়েছে সিআইডি

মিনহাজুল আবেদীন: [২] চিত্রনায়িকা পরীমণির জব্দ করা ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য আলামত ফেরত চেয়ে করা আবেদনের বিষয়ে একটি প্রতিবেদন জমা পড়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে। গতকাল পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জাফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।ডিবিসি টিভি

[৩] সিআইডির জমা দেয়া প্রতিবেদন প্রসঙ্গে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, পরীমণির মামলায় তার ব্যক্তিগত গাড়ি, আইফোনসহ নিত্যপ্রয়োজনীয় মোট ১৬ প্রকারের জিনিসপত্র জব্দ করা হয়। গাড়িসহ অন্যান্য আলামত ফেরত চেয়ে ১৫ সেপ্টেম্বর আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে গাড়ির মালিকানা যাচাই করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে গতকাল সিআইডি প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে জব্দ করা গাড়ির মালিক পরীমণি, সেটি উল্লেখ রয়েছে। প্রথম আলো

[৪] আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, পরীমণির গাড়িসহ অন্যান্য আলামত ফেরত চেয়ে আগামীকাল আবেদন করবেন।

[৫] এর আগে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত আদালতে বলেছিলেন, পরীমণির আইপ্যাড, মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্রও (আলামত) জব্দ করা হয়েছে। এসব প্রয়োজনীয় জিনিসপত্র না থাকায় পরীমণি এখন নানান সমস্যায় পড়ছেন। বিশেষ করে গাড়ি না থাকায় তিনি নিরাপত্তা-হুমকির মধ্যে আছেন। ঢাকা পোস্ট

[৬] গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‍্যাব। এই মামলায় পরীমণিকে প্রথমে চার দিন, দ্বিতীয় দফায় দুই দিন ও তৃতীয় দফায় এক দিনসহ মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৩১ আগস্ট পরীমণির জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরদিন তিনি কারামুক্তি পান। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়