শিরোনাম
◈ সা‌কিব আল হাসান একদিনে তিন ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন  ◈ বাছাই প‌র্বে সব ম্যাচ হেরেও  বিশ্বকাপের দ্বারপ্রান্তে সান মারিনো? ◈ এইচএসসিতে ২০২ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে ◈ স্বর্ণের দামের অস্বাভাবিক ঊর্ধ্বগতি: দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ কেন শীর্ষে ◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপি প্রস্তুত, জামায়াত স্পষ্ট নয়, এনসিপি শর্ত দিয়েছে, ৫ দল সই করবে না ◈ শেখ হাসিনার ফোনালাপও গোপনে রেকর্ড করেছিল এনটিএমসি ◈ চাকসু নির্বাচন: ফল ঘোষণা নিয়ে ছাত্রদল-শিবিরের হট্টগোল, প্রো-ভিসি অবরুদ্ধ ◈ ৩ বাংলাদেশিকে ভারতের ত্রিপুরায় পিটিয়ে হত্যা ◈ হাসপাতালে ভর্তি হলেন খালেদা জিয়া ◈ নভেম্বরেই গণভোট হতে হবে: ডা. তাহের

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২১, ০৮:১৩ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীমণির গাড়ি-ফোন ফেরত বিষয়ে প্রতিবেদন দিয়েছে সিআইডি

মিনহাজুল আবেদীন: [২] চিত্রনায়িকা পরীমণির জব্দ করা ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য আলামত ফেরত চেয়ে করা আবেদনের বিষয়ে একটি প্রতিবেদন জমা পড়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে। গতকাল পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি) এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়। ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার (ডিসি) মো. জাফর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।ডিবিসি টিভি

[৩] সিআইডির জমা দেয়া প্রতিবেদন প্রসঙ্গে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, পরীমণির মামলায় তার ব্যক্তিগত গাড়ি, আইফোনসহ নিত্যপ্রয়োজনীয় মোট ১৬ প্রকারের জিনিসপত্র জব্দ করা হয়। গাড়িসহ অন্যান্য আলামত ফেরত চেয়ে ১৫ সেপ্টেম্বর আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে গাড়ির মালিকানা যাচাই করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশে গতকাল সিআইডি প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে জব্দ করা গাড়ির মালিক পরীমণি, সেটি উল্লেখ রয়েছে। প্রথম আলো

[৪] আইনজীবী নীলাঞ্জনা রিফাত জানান, পরীমণির গাড়িসহ অন্যান্য আলামত ফেরত চেয়ে আগামীকাল আবেদন করবেন।

[৫] এর আগে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত আদালতে বলেছিলেন, পরীমণির আইপ্যাড, মোবাইল ফোনসহ অন্যান্য জিনিসপত্রও (আলামত) জব্দ করা হয়েছে। এসব প্রয়োজনীয় জিনিসপত্র না থাকায় পরীমণি এখন নানান সমস্যায় পড়ছেন। বিশেষ করে গাড়ি না থাকায় তিনি নিরাপত্তা-হুমকির মধ্যে আছেন। ঢাকা পোস্ট

[৬] গত ৪ আগস্ট পরীমণির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। অভিযানের পর তাকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে বনানী থানায় মামলা করে র‍্যাব। এই মামলায় পরীমণিকে প্রথমে চার দিন, দ্বিতীয় দফায় দুই দিন ও তৃতীয় দফায় এক দিনসহ মোট সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ৩১ আগস্ট পরীমণির জামিন মঞ্জুর করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। পরদিন তিনি কারামুক্তি পান। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়