ডেস্ক রিপোর্ট : ভার্চুয়ালি যাত্রা শুরু করল জনসংযোগ সংস্থা ‘ টিম জায়ান ৩৯০’। সম্প্রতি ফেসবুকে ‘ টিম জায়ান ৩৯০’ নামে একটি পেজ চালুর মধ্যদিয়ে এগিয়ে চলা শুরু করেছে জনসংযোগ ও যোগাযোগে দক্ষ এই সংস্থাটি।
আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে বাংলা ক্যাট, নাভানা গ্রুপ, বার্গার কিং, গ্লোরিয়া জিন্স কফিস, সাবারো বাংলাদেশ, ই-যোগাযোগ, পিকওর্য়াডেরমত জনপ্রিয় প্রতিষ্ঠানকে জনসংযোগের সেবা দিয়েছে এই সংস্থা।
দেশের শীর্ষস্থানীয় প্রধান ধারার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি, ইন্টারভিউ, ফিচার, মতামত, প্রতিবেদন তৈরি ও প্রকাশে সকাল প্রকার কারিগরি সেবা পাবেন সেবাগ্রহীতারা। এসব সেবার পাশাপাশি সাংবাদিক সম্মেলন, গণমাধ্যম সংক্রান্ত আলোচনাসভা, সেমিনার আয়োজনের প্রয়োজনীয় সেবাও দিবে নতুন শুরু করা এই প্রতিষ্ঠান।
উল্লেখ্য, গুণগতত মানের সেবা দিতে গণমাধ্যম ও যোগাযোগ সেক্টরে কাজ করা একাধিক অভিজ্ঞ কনসালটেন্টরা কাজ করবেন