শিরোনাম
◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে আসনগুলোতে লড়বে জামায়াত, দেখুন তালিকা ◈ উত্তরায় সাততলা ভবনে আগুন, ৩ জনের মৃত্যু ◈ ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচা‌দো নি‌জের পাওয়া নোবেল পদক ট্রাম্পকে উপহার দিলেন ◈ কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে উঠলো বার্সেলোনা ◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে ভ্যান চুরির অপরাধে যুবকের ১৪ মাসের কারাদন্ড

সোহেল সানী: [২] দিনাজপুরের পার্বতীপুরে চেতনানাশক ওষুধ খায়িয়ে অভিনব কায়দায় ভ্যান চুরির অপরাধে তরিকুল ইসলাম (২৩) নামে এক যুবককে ১৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

[৩] রবিবার দুপুরে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ সাজা প্রদান করেন। সে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভাবানীপুর শেরপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

[৪] জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় তরিকুল ইসলাম (২৩) ল্যাম্ব হাসপাতালে অসুস্থ্য বোনকে দেখার জন্য ভ্যান ভাড়া করে বাড়ী থেকে আসে। হাসপাতালের ভিতরে অভিনব কায়দায় ভ্যানচালক সামসুল কাজীকে (৫৪) জুসের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এতে ভ্যানচালক সামসুল অজ্ঞান হয়ে গেলে তাকে ভ্যানের উপর শোয়িয়ে দিয়ে তরিকুল নিজে ভ্যানচালক সেজে হাসপাতাল থেকে বের হওয়ার সময় গেটের নিরাপত্তা কর্মীরদের সন্দেহ হয়। তরিকুল কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখা হয় এবং চিকিৎসার জন্য ভ্যানচালক সামসুল কে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সামসুলের জ্ঞান ফিরলে আসল রহস্য বেরিয়ে আসে।

[৫] পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা জানান, খবর পেয়ে আজ দুপুরে ল্যাম্ব হাসপাতালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তরিকুলকে ১৪ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়