শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে ভ্যান চুরির অপরাধে যুবকের ১৪ মাসের কারাদন্ড

সোহেল সানী: [২] দিনাজপুরের পার্বতীপুরে চেতনানাশক ওষুধ খায়িয়ে অভিনব কায়দায় ভ্যান চুরির অপরাধে তরিকুল ইসলাম (২৩) নামে এক যুবককে ১৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

[৩] রবিবার দুপুরে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ সাজা প্রদান করেন। সে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভাবানীপুর শেরপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

[৪] জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় তরিকুল ইসলাম (২৩) ল্যাম্ব হাসপাতালে অসুস্থ্য বোনকে দেখার জন্য ভ্যান ভাড়া করে বাড়ী থেকে আসে। হাসপাতালের ভিতরে অভিনব কায়দায় ভ্যানচালক সামসুল কাজীকে (৫৪) জুসের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এতে ভ্যানচালক সামসুল অজ্ঞান হয়ে গেলে তাকে ভ্যানের উপর শোয়িয়ে দিয়ে তরিকুল নিজে ভ্যানচালক সেজে হাসপাতাল থেকে বের হওয়ার সময় গেটের নিরাপত্তা কর্মীরদের সন্দেহ হয়। তরিকুল কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখা হয় এবং চিকিৎসার জন্য ভ্যানচালক সামসুল কে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সামসুলের জ্ঞান ফিরলে আসল রহস্য বেরিয়ে আসে।

[৫] পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা জানান, খবর পেয়ে আজ দুপুরে ল্যাম্ব হাসপাতালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তরিকুলকে ১৪ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়