শিরোনাম
◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ◈ ভারত থেকে আসবে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ 

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে ভ্যান চুরির অপরাধে যুবকের ১৪ মাসের কারাদন্ড

সোহেল সানী: [২] দিনাজপুরের পার্বতীপুরে চেতনানাশক ওষুধ খায়িয়ে অভিনব কায়দায় ভ্যান চুরির অপরাধে তরিকুল ইসলাম (২৩) নামে এক যুবককে ১৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

[৩] রবিবার দুপুরে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ সাজা প্রদান করেন। সে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভাবানীপুর শেরপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

[৪] জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় তরিকুল ইসলাম (২৩) ল্যাম্ব হাসপাতালে অসুস্থ্য বোনকে দেখার জন্য ভ্যান ভাড়া করে বাড়ী থেকে আসে। হাসপাতালের ভিতরে অভিনব কায়দায় ভ্যানচালক সামসুল কাজীকে (৫৪) জুসের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এতে ভ্যানচালক সামসুল অজ্ঞান হয়ে গেলে তাকে ভ্যানের উপর শোয়িয়ে দিয়ে তরিকুল নিজে ভ্যানচালক সেজে হাসপাতাল থেকে বের হওয়ার সময় গেটের নিরাপত্তা কর্মীরদের সন্দেহ হয়। তরিকুল কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখা হয় এবং চিকিৎসার জন্য ভ্যানচালক সামসুল কে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সামসুলের জ্ঞান ফিরলে আসল রহস্য বেরিয়ে আসে।

[৫] পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা জানান, খবর পেয়ে আজ দুপুরে ল্যাম্ব হাসপাতালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তরিকুলকে ১৪ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়