শিরোনাম
◈ তারেক রহমানের প্রত্যাবর্তন: রাজনীতি, বিতর্ক ও ‘নতুন বাংলাদেশ’-এর প্রত্যাশা ◈ ভারতীয় অপতথ্যের ফাঁদে বাংলাদেশ, উদ্বেগজনক হারে বাড়ছে ভুয়া খবর ◈ চুক্তিতে না এলে আগের চেয়েও ভয়াবহ হামলা: ইরানকে ট্রাম্পের নতুন হুমকি ◈ এবার চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেল শিশু, চলছে উদ্ধার কাজ (ভিডিও) ◈ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: টিকিট নিশ্চিত করল বাংলাদেশ ◈ ১৪ বছর পর ঢাকা–করাচি সরাসরি ফ্লাইট, টিকিট কেনার হিড়িকে দ্বিতীয় ট্রিপেরও ৮০ শতাংশ বুকিং ◈ খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ: নাম-ছবি প্রকাশ ও ভ্রমণ নিষেধাজ্ঞার দাবি ◈ বাংলাদেশের নির্বাচনে ‘হাদি প্রভাব’ ◈ নির্বাচনী ব্যয়: হলফনামায় ৩৯৬ কোটি, বাস্তবে কত? ◈ নির্বাচন শান্তিপূর্ণ রাখতে উস্কানিমূলক পরিস্থিতিতে শান্ত থাকবেন নেতাকর্মীদের প্রতি আহ্বান মির্জা আব্বাসের

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে ভ্যান চুরির অপরাধে যুবকের ১৪ মাসের কারাদন্ড

সোহেল সানী: [২] দিনাজপুরের পার্বতীপুরে চেতনানাশক ওষুধ খায়িয়ে অভিনব কায়দায় ভ্যান চুরির অপরাধে তরিকুল ইসলাম (২৩) নামে এক যুবককে ১৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

[৩] রবিবার দুপুরে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ সাজা প্রদান করেন। সে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভাবানীপুর শেরপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

[৪] জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় তরিকুল ইসলাম (২৩) ল্যাম্ব হাসপাতালে অসুস্থ্য বোনকে দেখার জন্য ভ্যান ভাড়া করে বাড়ী থেকে আসে। হাসপাতালের ভিতরে অভিনব কায়দায় ভ্যানচালক সামসুল কাজীকে (৫৪) জুসের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এতে ভ্যানচালক সামসুল অজ্ঞান হয়ে গেলে তাকে ভ্যানের উপর শোয়িয়ে দিয়ে তরিকুল নিজে ভ্যানচালক সেজে হাসপাতাল থেকে বের হওয়ার সময় গেটের নিরাপত্তা কর্মীরদের সন্দেহ হয়। তরিকুল কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখা হয় এবং চিকিৎসার জন্য ভ্যানচালক সামসুল কে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সামসুলের জ্ঞান ফিরলে আসল রহস্য বেরিয়ে আসে।

[৫] পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা জানান, খবর পেয়ে আজ দুপুরে ল্যাম্ব হাসপাতালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তরিকুলকে ১৪ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়