শিরোনাম
◈ আইসিসি প্রকাশ করল টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি, বাংলাদেশকে নিয়ে দিলো বার্তা ◈ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা (ভিডিও) ◈ নিরপেক্ষ থেকে নির্বাচনে দায়িত্ব পালনে আইজিপির নির্দেশ ◈ সাফ ফুটসালের শেষ ম্যাচে নেপালের কাছে পরা‌জিত বাংলা‌দেশ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে ভ্যান চুরির অপরাধে যুবকের ১৪ মাসের কারাদন্ড

সোহেল সানী: [২] দিনাজপুরের পার্বতীপুরে চেতনানাশক ওষুধ খায়িয়ে অভিনব কায়দায় ভ্যান চুরির অপরাধে তরিকুল ইসলাম (২৩) নামে এক যুবককে ১৪ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

[৩] রবিবার দুপুরে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ সাজা প্রদান করেন। সে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভাবানীপুর শেরপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

[৪] জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় তরিকুল ইসলাম (২৩) ল্যাম্ব হাসপাতালে অসুস্থ্য বোনকে দেখার জন্য ভ্যান ভাড়া করে বাড়ী থেকে আসে। হাসপাতালের ভিতরে অভিনব কায়দায় ভ্যানচালক সামসুল কাজীকে (৫৪) জুসের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এতে ভ্যানচালক সামসুল অজ্ঞান হয়ে গেলে তাকে ভ্যানের উপর শোয়িয়ে দিয়ে তরিকুল নিজে ভ্যানচালক সেজে হাসপাতাল থেকে বের হওয়ার সময় গেটের নিরাপত্তা কর্মীরদের সন্দেহ হয়। তরিকুল কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে রাখা হয় এবং চিকিৎসার জন্য ভ্যানচালক সামসুল কে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে সামসুলের জ্ঞান ফিরলে আসল রহস্য বেরিয়ে আসে।

[৫] পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক প্রীতম সাহা জানান, খবর পেয়ে আজ দুপুরে ল্যাম্ব হাসপাতালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তরিকুলকে ১৪ মাসের বিনাশ্রম সাজা প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়