শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৮ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাসীরা যেন আফগানিস্তানকে ব্যবহার করতে না পারে: জাতিসংঘে মোদি

খালিদ আহমেদ: [২] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের উদ্দেশ্যে বলেন, আফগানিস্তানের পরিস্থিতির সুযোগ যেন কেউ না নিতে পারে। এ জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।

[৩] শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্যে পাকিস্তানের নাম না নিয়েও তাদেরকে বার্তা দিয়েছেন মোদি। তিনি বলেন, যে দেশ সন্ত্রাসবাদকে ব্যবহার করছে তাদের সন্ত্রাসবাদীরা তাদের জন্যেও বিপজ্জনক।

[৪] চলমান কোভিড মহামারির ভয়াবহতা নিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, গত দেড় বছরে গোটা বিশ্বকে ১০০ বছরের সবচেয়ে ভয়াবহ মহামারীর মুখোমুখি হতে হয়েছে।

[৫] এই মহামারীর কারণে মৃতদের পরিবারের প্রতি দু:খ প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলিকেও ভারতে এসে ভ্যাকসিন তৈরিতে আবেদন করেছেন তিনি। তিনি জানান, বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন তৈরি করেছে ভারত।

[৬] এরপরই নরেন্দ্র মোদি বলেন, ভারত গণতন্ত্রের জননী, আমি এই দেশের প্রতিনিধিত্ব করছি। এই বছর ১৫ আগস্ট ভারত ৭৫তম স্বাধীনতার বছরে পদার্পন করেছে। আমাদের বৈচিত্র্য দেশের শক্তিশালী গণতন্ত্রের বৈশিষ্ট্য। জাতিসংঘের ৭৬তম সাধারণ সভার বক্তব্যে যখন ভারত সমৃদ্ধ হবে, তখন গোটা বিশ্ব সমৃদ্ধ হয়।

[৭] তিনি আরো যুক্ত করেন, আমরা দেশের ৬ লক্ষের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং করছি। গৃহহীনদের জন্য ৩ কোটি পাকা ঘর তৈরি হয়েছে। ৪৩ কোটি মানুষের অ্যাকাউন্ট করা হয়েছে। ৩৬ কোটির বেশি মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়