শিরোনাম
◈ বিক্ষোভ দমনে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, নিহত অন্তত ২১ ◈ বসুন্ধরায় ভেজাল মদের কারখানা, ওয়ারীতে দূরনিয়ন্ত্রিত ‘কুশ’ ল্যাবের সন্ধান, গ্রেপ্তার ৪ ◈ ক্ষতির মুখে দিল্লির সুতা শিল্প: যুক্তরাষ্ট্রের পর এবার ভারতের ওপর শুল্ক আরোপের পথে বাংলাদেশ ◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৮ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্ত্রাসীরা যেন আফগানিস্তানকে ব্যবহার করতে না পারে: জাতিসংঘে মোদি

খালিদ আহমেদ: [২] ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের উদ্দেশ্যে বলেন, আফগানিস্তানের পরিস্থিতির সুযোগ যেন কেউ না নিতে পারে। এ জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে।

[৩] শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্যে পাকিস্তানের নাম না নিয়েও তাদেরকে বার্তা দিয়েছেন মোদি। তিনি বলেন, যে দেশ সন্ত্রাসবাদকে ব্যবহার করছে তাদের সন্ত্রাসবাদীরা তাদের জন্যেও বিপজ্জনক।

[৪] চলমান কোভিড মহামারির ভয়াবহতা নিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, গত দেড় বছরে গোটা বিশ্বকে ১০০ বছরের সবচেয়ে ভয়াবহ মহামারীর মুখোমুখি হতে হয়েছে।

[৫] এই মহামারীর কারণে মৃতদের পরিবারের প্রতি দু:খ প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলিকেও ভারতে এসে ভ্যাকসিন তৈরিতে আবেদন করেছেন তিনি। তিনি জানান, বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিন তৈরি করেছে ভারত।

[৬] এরপরই নরেন্দ্র মোদি বলেন, ভারত গণতন্ত্রের জননী, আমি এই দেশের প্রতিনিধিত্ব করছি। এই বছর ১৫ আগস্ট ভারত ৭৫তম স্বাধীনতার বছরে পদার্পন করেছে। আমাদের বৈচিত্র্য দেশের শক্তিশালী গণতন্ত্রের বৈশিষ্ট্য। জাতিসংঘের ৭৬তম সাধারণ সভার বক্তব্যে যখন ভারত সমৃদ্ধ হবে, তখন গোটা বিশ্ব সমৃদ্ধ হয়।

[৭] তিনি আরো যুক্ত করেন, আমরা দেশের ৬ লক্ষের বেশি গ্রামে ড্রোনের মাধ্যমে ডিজিটাল ম্যাপিং করছি। গৃহহীনদের জন্য ৩ কোটি পাকা ঘর তৈরি হয়েছে। ৪৩ কোটি মানুষের অ্যাকাউন্ট করা হয়েছে। ৩৬ কোটির বেশি মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলেছে ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়