মাকসুদ রহমান: [২] ২০ কোটি ডলার বিনিয়োগে বাণিজ্যিক ভবন নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে চুক্তি সাক্ষর করছে আরব আমিরাতের দিয়ার নামক একটি প্রতিষ্ঠান। গালফ এশিয়া নামক একটি প্রতিষ্ঠানকে রিগালিয়া নামক ভবনটি নির্মাণে দায়িত্ব দেয়া হয়েছে। এরাবিয়ান বিজনেস
[৩] দিয়ার-এর প্রধাণ নির্বাহী কর্মকর্তা সাইদ আল কাতামি জানান, ভবনটি নির্মাণের জন্য জায়গা ক্রয় করেছে তারা। রিগালিয়া জানিয়েছে, ২০২৪ সালের মাধ্যে তারা নির্মাণ কাজ শেষ করবে। ভবনটির উচ্চাতার বিষয়ে কিছু না বললেও এটা ৭০ ফ্লোর বিশিষ্ট হবে বলে জানানো হয়েছে। সম্পাদনা : ফাহমিদুল কবীর, ভিকটর