গোলাম সারোয়ার: [২] ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে ১৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ।
[৩] শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ।
[৪] আটককৃত মাদককারবারী হলেন নরসিংদী জেলার পলাশ থানার খানেপুর গ্রামের শেখ আহমদের ছেলে রুবেল (২৫)। এ সময় মাদককারবারীর ব্যবহৃত একটি জিপ গাড়ী জব্দ করা হয়েছে।
[৫] আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজাদ রহমান জানান, শনিবার সকালে হবিগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে আশুগঞ্জ টোলপ্লাজায় আমাদের মোবাইল টিমের কাছে একটি প্রাইভেটকারকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ১৩ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে গাঁজা ও প্রাইভেটকারসহ থানায় নিয়ে আসা হয়। বর্তমানে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।