শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় হাটহাজারীর প্রবাসীর মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া: [২] শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদ্রাসার সামনে প্রধানসড়কে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ছৈয়দুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় সাথে থাকা আরো একজন গুরুতর আহত হয়েছেন।

[৩] নিহত মোটরসাইকেল আরোহী ছৈয়দুল ইসলাম চট্টগ্রাম জেলার হাটহাজারি এলাকার তাজুল ইসলামের পুত্র। জানা যায় ছৈয়দুল ইসলাম ডুবাই সারজায় প্রবাস জীবন করত ।লকডাউ‌নের কার‌নেপ্রিবা‌সে ফির‌তে না পার‌লে ও আগামী সপ্তা‌হে আবা‌রো ডুবাই ফি‌রে যাওয়ার কথা ছিল ব‌লে জানান তার চাচাত ভাই সে‌লোমান পাশা চৌধুরী । সে জন‌্য তার এক প্রতি‌বে‌শি‌কে নি‌য়ে কুতুব‌দিয়া মা‌লেকশাহ হুজু‌রের কবর জেয়ারত করার জন‌্য বাঁশখালীর চাম্ব‌লে আস‌লে এ দুঘর্টনার কব‌লে প‌ড়ে। নিহত ছৈয়দু‌লের ৫ বছর ও এক বছর বয়সী দু‌টি কন‌্যা সন্তান র‌য়ে‌ছে ।

[৪] স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছৈয়দুল ইসলাম সহ তার সাথে থাকা আরো একজন মোটরসাইকেল আরোহী কুতুবদিয়ার শাহ্ মালেক শাহ্ (রহঃ) এর মাজার জেয়ারতের উদ্দ্যেশ্যে বের হয়। বাঁশখালীর চাম্বল বড় মাদরাসা পর্যন্ত পৌছালে দক্ষিণ দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছৈয়দুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহীর মাথার একপার্শ্ব থেঁতলে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শিলকুপস্থ বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে আসেন। এ সময় আবদুল মাবুত (৩৫) না‌মে আ‌রো এক আ‌রোহী আহত হয় ।

[৫] বাঁশখালী স্কয়ার ক্লিনিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জাবেদুল ইসলাম বলেন, 'প্রাথমিক চিকিৎসা প্রদান করে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক প্রেরণ করা হয়।'
বাঁশখালী স্কয়ার ক্লিনিকের এ্যম্বুলে‌স্বে ক‌রে চমেক নিয়ে যাওয়ার পর জরুরী বিভাগে চিকিৎসা রত অবস্থায় শ‌নিবার ১২টার দি‌কে তার মৃতু‌্য হয় ব‌লে জানান চ‌মেক হাসপাতা‌লে পু‌লি বক্স এ দা‌য়িত্বরত পু‌লিশ প‌রিদর্শক নুরুল আলম আ‌শেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়