শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় হাটহাজারীর প্রবাসীর মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া: [২] শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদ্রাসার সামনে প্রধানসড়কে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ছৈয়দুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় সাথে থাকা আরো একজন গুরুতর আহত হয়েছেন।

[৩] নিহত মোটরসাইকেল আরোহী ছৈয়দুল ইসলাম চট্টগ্রাম জেলার হাটহাজারি এলাকার তাজুল ইসলামের পুত্র। জানা যায় ছৈয়দুল ইসলাম ডুবাই সারজায় প্রবাস জীবন করত ।লকডাউ‌নের কার‌নেপ্রিবা‌সে ফির‌তে না পার‌লে ও আগামী সপ্তা‌হে আবা‌রো ডুবাই ফি‌রে যাওয়ার কথা ছিল ব‌লে জানান তার চাচাত ভাই সে‌লোমান পাশা চৌধুরী । সে জন‌্য তার এক প্রতি‌বে‌শি‌কে নি‌য়ে কুতুব‌দিয়া মা‌লেকশাহ হুজু‌রের কবর জেয়ারত করার জন‌্য বাঁশখালীর চাম্ব‌লে আস‌লে এ দুঘর্টনার কব‌লে প‌ড়ে। নিহত ছৈয়দু‌লের ৫ বছর ও এক বছর বয়সী দু‌টি কন‌্যা সন্তান র‌য়ে‌ছে ।

[৪] স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছৈয়দুল ইসলাম সহ তার সাথে থাকা আরো একজন মোটরসাইকেল আরোহী কুতুবদিয়ার শাহ্ মালেক শাহ্ (রহঃ) এর মাজার জেয়ারতের উদ্দ্যেশ্যে বের হয়। বাঁশখালীর চাম্বল বড় মাদরাসা পর্যন্ত পৌছালে দক্ষিণ দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছৈয়দুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহীর মাথার একপার্শ্ব থেঁতলে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শিলকুপস্থ বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে আসেন। এ সময় আবদুল মাবুত (৩৫) না‌মে আ‌রো এক আ‌রোহী আহত হয় ।

[৫] বাঁশখালী স্কয়ার ক্লিনিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জাবেদুল ইসলাম বলেন, 'প্রাথমিক চিকিৎসা প্রদান করে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক প্রেরণ করা হয়।'
বাঁশখালী স্কয়ার ক্লিনিকের এ্যম্বুলে‌স্বে ক‌রে চমেক নিয়ে যাওয়ার পর জরুরী বিভাগে চিকিৎসা রত অবস্থায় শ‌নিবার ১২টার দি‌কে তার মৃতু‌্য হয় ব‌লে জানান চ‌মেক হাসপাতা‌লে পু‌লি বক্স এ দা‌য়িত্বরত পু‌লিশ প‌রিদর্শক নুরুল আলম আ‌শেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়