কল্যাণ বড়ুয়া: [২] শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদ্রাসার সামনে প্রধানসড়কে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ছৈয়দুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় সাথে থাকা আরো একজন গুরুতর আহত হয়েছেন।
[৩] নিহত মোটরসাইকেল আরোহী ছৈয়দুল ইসলাম চট্টগ্রাম জেলার হাটহাজারি এলাকার তাজুল ইসলামের পুত্র। জানা যায় ছৈয়দুল ইসলাম ডুবাই সারজায় প্রবাস জীবন করত ।লকডাউনের কারনেপ্রিবাসে ফিরতে না পারলে ও আগামী সপ্তাহে আবারো ডুবাই ফিরে যাওয়ার কথা ছিল বলে জানান তার চাচাত ভাই সেলোমান পাশা চৌধুরী । সে জন্য তার এক প্রতিবেশিকে নিয়ে কুতুবদিয়া মালেকশাহ হুজুরের কবর জেয়ারত করার জন্য বাঁশখালীর চাম্বলে আসলে এ দুঘর্টনার কবলে পড়ে। নিহত ছৈয়দুলের ৫ বছর ও এক বছর বয়সী দুটি কন্যা সন্তান রয়েছে ।
[৪] স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছৈয়দুল ইসলাম সহ তার সাথে থাকা আরো একজন মোটরসাইকেল আরোহী কুতুবদিয়ার শাহ্ মালেক শাহ্ (রহঃ) এর মাজার জেয়ারতের উদ্দ্যেশ্যে বের হয়। বাঁশখালীর চাম্বল বড় মাদরাসা পর্যন্ত পৌছালে দক্ষিণ দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছৈয়দুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহীর মাথার একপার্শ্ব থেঁতলে যায়। স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শিলকুপস্থ বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে আসেন। এ সময় আবদুল মাবুত (৩৫) নামে আরো এক আরোহী আহত হয় ।
[৫] বাঁশখালী স্কয়ার ক্লিনিকে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. জাবেদুল ইসলাম বলেন, 'প্রাথমিক চিকিৎসা প্রদান করে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক প্রেরণ করা হয়।'
বাঁশখালী স্কয়ার ক্লিনিকের এ্যম্বুলেস্বে করে চমেক নিয়ে যাওয়ার পর জরুরী বিভাগে চিকিৎসা রত অবস্থায় শনিবার ১২টার দিকে তার মৃতু্য হয় বলে জানান চমেক হাসপাতালে পুলি বক্স এ দায়িত্বরত পুলিশ পরিদর্শক নুরুল আলম আশেক।