শিরোনাম
◈ ২০৩০ সালের মধ্যে ৪০ লাখ দক্ষ ক্যাডেট তৈরির লক্ষ্যে বিএনসিসি সম্প্রসারণের পরিকল্পনা ◈ আর্মি সার্ভিস কোরের সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের ◈ প্রশাসনের ৬ কর্মকর্তা পেলেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ◈ যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচনে নেই: জামায়াত আমির (ভিডিও) ◈ রাজনৈতিক দলগুলোর সাথে বৃহস্পতিবার থেকে ইসির সংলাপ শুরু ◈ ১২ রান কর‌তে গি‌য়ে ৮ রানেই শেষ ৫ উইকেট ◈ দেশের ব্যাংক খাত মাঝারি আকারের ঝুঁকিতে: বাংলাদেশ ব্যাংক  ◈ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : ফখরুল ◈ 'সুযোগ' পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি ◈ ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রক্তক্ষয়ী দ্বন্দ্ব, হত্যার পেছনে আন্ডারওয়ার্ল্ড ডন ইমনের নাম উঠে এসেছে

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৩ বিকাল
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষন, গ্রেপ্তার এক

শাহাজাদা এমরান: [২] ফিলিপস কোম্পানীতে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষন করার অভিযোগে ধর্ষককে গ্রেপ্তার করে র‌্যাব কুমিল্লা। গ্রেপ্তারকৃত ধর্ষক কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভুমি গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে কাউছার আহমেদ (৪১)।

[৩] ধর্ষিতা নারীর অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন শনিবার বিকেলে এ কথা নিশ্চিত করেছেন।

[৪] র‌্যাব কুমিল্লা জানায়, কুমিল্লা সেনা মার্কেট এলাকায় ধর্ষক কাউছার আহমেদের সাথে পরিচয় হয় ঐ ধর্ষিতা নারীর। কাউছার “Philips Electronics Bangladesh Pvt. Ltd..”এর কান্ট্রি ম্যানেজার বলে নিজকে পরিচয় দেয় এবং ভিকটিমকে উক্ত কোম্পানীতে অধিক বেতনে পিএস হিসেবে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে গত ১৮ জুন হতে ৮ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে তাকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষন করে। পরবতীর্তে ধর্ষনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। পরে ভিকটিম কাউছার আহমেদের প্রতারণা বুঝতে পেরে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) র‌্যাব কুমিল্লার কাছে অভিযোগ করে। পরে র‌্যাব অভিযান চালিয়ে আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর থেকে শুক্রবার দিবাগত রাতেই তাকে গ্রেপ্তার করে।

[৫] প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী উক্ত নারীকে চাকুরীর প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ধর্ষন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষনের ছবি ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি প্রাদান করার বিষয়টি স্বীকার করে। এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়