শিরোনাম
◈ বাংলাদেশসহ ৩ দেশের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করল ভারত ◈ নতুন নির্দেশনা: সরকারি কর্মচারীদের বেতন থেকে স্বয়ংক্রিয়ভাবে কাটবে কর ◈ সৎ ও স্বপ্নবাজ মানুষরাই হবে নতুন রাজনীতির চালিকাশক্তি”— নাহিদ ইসলাম ◈ এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ‘নিক্ষেপকারীরা’ আটক (ভিডিও) ◈ মহাসড়কে আগুন জ্বালাতে গিয়ে ছাত্রদল নেতা দগ্ধ ◈ নতুন নির্বাচনী আচরণবিধি জারি: পরিবেশ রক্ষা ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর শর্ত ◈ প্রবাসীকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কীভাবে হয়, প্রশ্ন ইসি সানাউল্লাহর ◈ দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরি কত? ◈ হঠাৎ যেভাবে ধানমন্ডির ভোটার হলেন আসিফ মাহমুদ ◈ নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৫ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে: এমপি নয়ন

জাহাঙ্গীর লিটন : [২] লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেছেন, সরকার দেশের প্রতিটি গ্রামে শহরের সকল সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করছে। এলক্ষ্যে সরকার প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধরনের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করণসহ নানা উন্নয়ন কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা সম্পন্ন হলে বাংলাদেশ হবে উন্নত দেশ এবং তখন শহর ও গ্রামের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না।

[৩] ২৫ সেপ্টেম্বর (শনিবার ) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার রোকনপুর উচ্চ বিদ্যালয়র নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোকনপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আয়োজনে অনুষ্ঠানে সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্র পরিষদ। শুরুতে ৭০ লাখ টাকা ব্যয়ে রোকনপুর উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেন এমপি নয়ন।

[৪] এমপি শিক্ষার্থীদের আহবান জানিয়ে বলেন, বর্তমান পরিবর্তনশীল উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে। এছাড়াও বর্তমান সময়ে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ে আসার জন্যও শিক্ষক-শিক্ষার্থীদের আহবান করেন।

[৫] তিনি আরো বলেন, এ প্রতিষ্ঠানের সকল উন্নয়ন ও সমস্যা সমাধানে আমি আপনাদের পাশে আছি।

[৬] বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মো. তাফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব (অব.) বীর মুক্তিযোদ্ধা কায়কোবাদ।

[৭] এসময় উপস্থিত ছিলেন, বশিকপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম জিহাদী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়