শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]উজবেকিস্তানে বাড়তি ম্যাচ খেলার সুযোগ পেল সাবিরা-কৃষ্ণারা

নিজস্ব প্রতিবেদক : [২] আন্তর্জাতিক ম্যাচ খেলার খুব একটা সুযোগ পায় না বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ বিরতি কাটিয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিল সাবিনারা। এরপর নারী এশিয়ান কাপ বাছাইপর্বে উজবেকিস্তানে উড়াল দেয় বাংলাদেশ। তবে সেখানে ভালো করতে না পারায় ইতিমধ্যে মূলপর্বে থেকে ছিটকে গেছে।

[৩]নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ পর নারী এশিয়ান কাপ বাছাইপর্বের দুই ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল হজম করেছে ১০টি গোল। তবে হঠাৎ করেই সাবিনাদের সামনে আরও একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে।

[৪]উজবেকিস্তানে হংকংয়য়ের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলেই দেশে ফিরবে সাবিনা-কৃষ্ণারা। রোববার (২৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানের জার একাডেমি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ তথ্য জানিয়েছে।

[৫]‘এফ’ গ্রুপে থাকা হংকং নারী দল বাংলাদেশের মেয়েদের ন্যায় উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলছে। বাছাইপর্বে ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ শেষে রোববার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। ওই ম্যাচ শেষে বাংলাদেশ ও হংকংয়ের মেয়েরা নিজ নিজ দেশের পথ ধরবে।

[৬]এদিকে, প্রীতি ম্যাচকে কেন্দ্র করে শুক্রবার নিজেদের মধ্যে বিভক্ত হয়ে অনুশীলনে সেরেছে সাবিনা-কৃষ্ণারা। শনিবারও তারা অনুশীলন করবে। এরপর রোববার হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে।

[৭]এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দুই ম্যাচেই বাংলাদেশ হারের স্বাদ পেলেও নেপালের সাথে ড্র করেছে হংকং। ফলে বাংলাদেশের বিপক্ষে বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা।

[৮]এছাড়া ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে হংকংয়ের মেয়েরা। ফিফা ওমেন্স ফুটবল র‌্যাংকিংয়ে হংকংয়ের অবস্থান ৭৬ নম্বরে। যেখানে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থা ১৩৭তম।- বাফুফে

  • সর্বশেষ
  • জনপ্রিয়