শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৬ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]উজবেকিস্তানে বাড়তি ম্যাচ খেলার সুযোগ পেল সাবিরা-কৃষ্ণারা

নিজস্ব প্রতিবেদক : [২] আন্তর্জাতিক ম্যাচ খেলার খুব একটা সুযোগ পায় না বাংলাদেশ নারী ফুটবল দল। দীর্ঘ বিরতি কাটিয়ে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিল সাবিনারা। এরপর নারী এশিয়ান কাপ বাছাইপর্বে উজবেকিস্তানে উড়াল দেয় বাংলাদেশ। তবে সেখানে ভালো করতে না পারায় ইতিমধ্যে মূলপর্বে থেকে ছিটকে গেছে।

[৩]নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ পর নারী এশিয়ান কাপ বাছাইপর্বের দুই ম্যাচে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল হজম করেছে ১০টি গোল। তবে হঠাৎ করেই সাবিনাদের সামনে আরও একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়েছে।

[৪]উজবেকিস্তানে হংকংয়য়ের বিপক্ষে প্রীতি ম্যাচটি খেলেই দেশে ফিরবে সাবিনা-কৃষ্ণারা। রোববার (২৬ সেপ্টেম্বর) উজবেকিস্তানের জার একাডেমি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ তথ্য জানিয়েছে।

[৫]‘এফ’ গ্রুপে থাকা হংকং নারী দল বাংলাদেশের মেয়েদের ন্যায় উজবেকিস্তানে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলছে। বাছাইপর্বে ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ শেষে রোববার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। ওই ম্যাচ শেষে বাংলাদেশ ও হংকংয়ের মেয়েরা নিজ নিজ দেশের পথ ধরবে।

[৬]এদিকে, প্রীতি ম্যাচকে কেন্দ্র করে শুক্রবার নিজেদের মধ্যে বিভক্ত হয়ে অনুশীলনে সেরেছে সাবিনা-কৃষ্ণারা। শনিবারও তারা অনুশীলন করবে। এরপর রোববার হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে।

[৭]এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের দুই ম্যাচেই বাংলাদেশ হারের স্বাদ পেলেও নেপালের সাথে ড্র করেছে হংকং। ফলে বাংলাদেশের বিপক্ষে বেশ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা।

[৮]এছাড়া ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে হংকংয়ের মেয়েরা। ফিফা ওমেন্স ফুটবল র‌্যাংকিংয়ে হংকংয়ের অবস্থান ৭৬ নম্বরে। যেখানে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থা ১৩৭তম।- বাফুফে

  • সর্বশেষ
  • জনপ্রিয়