শিরোনাম
◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা ◈ হাদিকে হত্যাচেষ্টায় ফয়সালের বাবা-মার স্বীকারোক্তি, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ মেক্সিকো কংগ্রেসে উত্তপ্ত বিতর্কে হাতাহাতি, চুল টানাটানির ভিডিও ভাইরাল ◈ হাদির জন্য দোয়া ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের’ বিরুদ্ধে মামলা না থাকলেও গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪২ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ, মোট ১ লাখ ৬২ হাজার ঘনফুট

মো. কাওছার ইকবাল: [২] মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১ লাখ ৬২ হাজার ১৯৮ ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদলত। এসময় বালু উত্তেলনে ব্যবহৃত ৬টি শেলো মেশিন ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

[৩] গতকাল (২৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত উপজেলার ছড়া বাহিত এলাকা ভূনবীর ও মির্জাপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব বালু জব্ধ করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ তাৎক্ষণিক পুড়িয়ে ধ্বংস করা হয়।

[৪] শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।

[৫] শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নেছার উদ্দিন জানান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় বালু উত্তোলনে জড়িত কাউকে পাওয়া যায়নি।

[৬] তিনি আরও বলেন, শেলো মেশিন ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জাম জব্দ করে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রি করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে। সহকারী কমিশনার আরও জানান, কৃষি জমি ধ্বংস করে অবৈধভাবে যারা বালু উত্তোলন করে পরিবেশ ও প্রকৃতির ক্ষতি করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এছাড়া বালু উত্তোলনকারীদের বিরোদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়