শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে তামিম ইকবাল এখন নেপালে

স্পোর্টস ডেস্ক : [২] লম্বা সময় টি-টোয়েন্টি দলের বাইরে থাকায় ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য বিষয় মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। বিশ্বকাপে না থাকলেও ইনজুরিতে থেকে সেরে ওঠায় নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নাম লিখিয়েছেন বাঁহাতি এই ওপেনার।

[৩] প্রথমবারের আয়োজিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ভাইরাহাওয়া গøাডিয়েটর্সের হয়ে খেলবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। দলটির হয়ে খেলতে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪ টায় নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তামিম। নেপালে পৌঁছে তামিম বায়ো বাবলে রয়েছেন।

[৪] ইপিএলের এবারের আসরে ভাইরাহাওয়ার আইকন ক্রিকেটার বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম বাংলাদেশি হিসেবে বিদেশি লিগে আইকন ক্রিকেটার হয়েছেন তামিম। এর আগে আইপিএলের দল পেয়েছিলেন তিনি। পুনে ওয়ারিয়র্স তাকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি দেশসেরা এই ওপেনারের।

[৫] এ ছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও (এসএলপিএল) খেলেছেন তামিম। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ছাড়াও দলটির হয়ে খেলবেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার উপুল থারাঙ্গা। ভাইরাহাওয়ার হয়ে দীনেশ চান্দিমালের খেলার কথা থাকলে শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন।

[৬] তামিম ও থারাঙ্গা ছাড়াও ইপিএলের এবারের আসরে পাকিস্তানের শহীদ আফ্রিদি, জিম্বাবুয়ের সিকান্দার রাজার মতো ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। ২৫ সেপ্টেম্বর শনিবার মাঠে গড়াবে ইপিএলের এবারের আসর। ৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়