শিরোনাম
◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৭ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২১, ০১:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুৎফর রহমান হিমেল: ভালো বন্ধু বাছাই না করার কারণে অনেক সফল মানুষও পরে ব্যর্থ হন

লুৎফর রহমান হিমেল: অনেকে মনে করেন, সৃষ্টিশীল কিছু করতে দুটি জিনিস লাগে মেধা এবং অর্থ। এ দুটি হলেই করে ফেলা যায় সৃজনশীল সব কাজ। কিন্তু না, এরচেয়েও বেশি কিছু লাগে। আপনি যদি এরকম কিছু করতেই চান, শুধু মেধা ও অর্থেই হবে না। সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধু বা বন্ধু সার্কেল। এটাই বেশি দরকার। এই বন্ধু সার্কেল নামের সাপোর্ট পরিবার ও কর্মক্ষেত্র এ দুই জায়গা থেকেই থাকতে হবে। যদি এ দুটি আপনার না থাকে, বলা যায় আপনি পৃথিবীর সবচেয়ে বড় হতভাগা একজন। ভালো বন্ধু বাছাই না করার কারণে অনেক সফল মানুষও পরে ব্যর্থ হয়েছেন, আমি আমার এই ছোট জীবনেই দেখেছি।

আর ভালো বন্ধুর সাহচর্যে সফল হওয়া মানুষদের হিসাবের তালিকা বহু দীর্ঘ। চলচ্চিত্র অভিনেতা,পরিচালক ও সুরকার চার্লি চ্যাপলিনের কথা বাদই দিলাম,ধরেন চোখের সামনের হুমায়ুন আহমেদ বা কাঁটাতারের ওপারের সত্যজিৎ রায়ের কথা। মিস্টার আহমেদ ঈর্ষণীয় একটা বন্ধু সার্কেল পেয়েছিলেন। তাদের নিয়ে বানিয়ে গেছেন অসাধারণ সব নাটক-সিনেমা। লিখেছেন পাঠকের মনজয়ী সাহিত্য। ক্যারিয়ারে যা তিনি করতে চেয়েছিলেন, তাই তিনি করে গেছেন। এটাই জীবনের স্বার্থকতা। এটাই জীবনের মানে। সত্যজিৎ পেয়েছিলেন তার মন বুঝবার মতো একজন একান্ত বন্ধু। যাকে সমাজের ভাষায় বলে পত্নী বা স্ত্রী। বিজয়া রায়। বিজয়া তার স্বামীপ্রবরকে এমনভাবেই হৃদয়ে ধারণ করেছিলেন যে,তিনি সত্যজিতের খসড়া খাতায় এলেবেলে দাগাদাগির মানেও বুঝতে পারতেন।

সত্যজিতের অনেক গানের ভুলে যাওয়া সুর মনে করিয়ে দেওয়া বা বহু গল্পের প্লট পাল্টে দেওয়ার কাজও করতেন বিজয়া। নায়ক রাজ রাজ্জাকসহ এরকম বহু সফল মানুষের কথা বলা যাবে যাদের এমন একটি সাপোর্ট ছিলো। সময়ের নদীতে মুহূর্ত নামের স্রোতের গতি থেমে নেই। প্রতিটি মুহূর্তেই আপনার ছোট এই জীবন থেকে একটি একটি করে মূল্যবান সেকেন্ড হারিয়ে যাচ্ছে। যারা সেই মুহূর্ত ধরে ধরে জীবনকে রাঙাতে পারে তারাই একসময় সফল ও স্বার্থক হয়। প্রতিটি মুহূর্তকে রাঙিয়ে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়াই সংগ্রাম। এই সংগ্রামে আপনার চাই একটা প্রতিশ্রুতিশীল বন্ধু সার্কেল। সে ঘরেই হউক আর বাইরেই হউক, যদি মেলে আপনার সেই সার্কেল, তাহলে আপনার চেয়ে ভাগ্যবান আর কেউই নেই এই পৃথিবীতে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়