শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই যুগ পর আফজাল হোসেনের মঞ্চে ফেরা

বিনোদন ডেস্ক: আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে ও একসঙ্গে ৪টি শো হবে। এক সময়ে মঞ্চ নাটকের জনপ্রিয় মুখ হলেও বড় আর ছোট পর্দায় ব্যস্ত হয়ে পড়ায় প্রায় গত দুই যুগ ধরে মঞ্চে দেখা যায়নি আফজাল হোসেনকে। দেশের অন্যতম শীর্ষ নাট্যদল ঢাকা থিয়েটার'র সদস্য তিনি।

যে নাটক দিয়ে মঞ্চে আফজাল হোসেনের প্রত্যাবর্তন হচ্ছে সেটির নাম ‘‘পেন্ডুলাম’’। গত বছর এ নিয়ে ঘোষণাটা এলেও করোনাভাইরাস মহামারির কারণে তা আর মঞ্চস্থ করা সম্ভব হয়নি। ডেইলি স্টার

নাটকটি রচনা করেছেন মাসুম রেজা ও নির্দেশনায় রয়েছেন নাসির উদ্দিন ইউসুফ। যৌথ প্রযোজনা করছে ঢাকা থিয়েটার ও দেশ নাটক।

নাটকটির রচয়িতা মাসুম রেজা জানান, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে। এক সঙ্গে ৪টি শো হবে।

তিনি বলেন, ‘‘আমরা এখন মহড়া নিয়ে ব্যস্ত। আশা করছি, আগামী বছরের শুরুতেই এটি দেখতে পারবেন দর্শকরা। একসঙ্গে ৪টি শো হবে। শিগগিরই আমরা এর শিডিউল জানাবো।’’

নাটকের প্রেক্ষাপট নিয়ে তিনি জানান, নাটকটি নগর প্রেক্ষাপটের ওপর তৈরি। একজন সাধারণ মানুষের বদলে যাওয়ার গল্প। পুঁজিবাদী সমাজ এবং রাষ্ট্রব্যবস্থার মধ্যে অসংগতির সময়ে বেড়ে ওঠা একজন মানুষের প্রায় শেষ বয়সে এসে তার অবস্থাটা দেখানোর চেষ্টা করা হয়েছে। ২০১৮ সালে নাটকটি লেখা শেষ হয়।

নাটকের আফজাল হোসেনের চরিত্র নিয়ে ও অন্যান্য চরিত্র বিষয়ে তিনি জানান, মূলত তিনটি চরিত্র মঞ্চে দেখা যাবে। এতে আফজাল হোসেনকে দেখা যাবে রতন চরিত্রে। আর লাসিং ও এসপ চরিত্রে দেখা যাবে যথাক্রমে নাজনীন চুমকি ও কামাল আহমেদকে।

নাটকটির জন্য এর মহড়ায় নাসির উদ্দিন ইউসুফ, আফজাল হোসেন, মাসুম রেজা, নাজনীন চুমকি, কামাল আহমেদ প্রমুখ এখন নিয়মিত অংশ নিচ্ছেন বলেও জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়