জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের টিকা নিশ্চিতের সুবিধার্থে ক্যাম্পাসে টিকা প্রদান কেন্দ্র স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক আবেদনপত্রের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের কাছে এটি জানানো হয়।
[৩] আবেদনে বলা হয়, আগামী ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সকল শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদেরকে অন্তত ১ ডোজ টিকার আওতায় আনা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের টিকা প্রদানের লক্ষ্যে শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে গত ১৪ সেপ্টেম্বর উপাচার্য মহোদয়গণের এক সভা অনুষ্ঠিত হয়।
[৪] উক্ত সভায় টিকাদান কেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি টিকাদান কেন্দ্র স্থাপন করা হলে অল্প সময়ে অধিক সংখ্যক শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হবে। সে প্রেক্ষিতে নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি করোনা টিকাদান কেন্দ্র স্থাপন করা প্রয়োজন।
[৫] এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা বিবেচনা করে মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি মন্ত্রণালয় থেকে অনুমোদন হয়ে আসলে আমরা সকল প্রক্রিয়া জানাবো।