ফেসবুক থেকে: বাহিনী প্রধান যখন সর্বকনিষ্ঠ সদস্যর সাথে এভাবে বিদায় নেন নিশ্চয়ই তার জন্য তা অনেক আবেগ ও গর্বের মুহুর্ত তৈরী করে।
মান্যবর আইজিপি স্যার গতকাল পাবনার ঈশ্বরদীতে এক সংক্ষিপ্ত সরকারী সফরে আসেন।
বিদায় মুহু্র্তে ডিআইজি স্যার থেকে শুরু করে উপস্থিত পুলিশ পরিদর্শক সবার সঙ্গে কোভিডকালীন করমর্দন করলেন। সবার পালা শেষ করে স্যার ডিউটিরত কনস্টবলদের কাছে এগিয়ে গেলেন, ওদের চোখেমুখে আমি বিস্মিত ও আনন্দিত হওয়ার মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করলাম, একজন সাহস করে বলে ফেলল খুব ভাল লাগল স্যার।
স্যালুট টু আইজিপি স্যার। আপনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাব আমরা।