শিরোনাম
◈ বিভিন্ন চাপে নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় ◈ তুরস্কের ১৫২ রেফারি জুয়ার সঙ্গে জড়িত  ◈ ২০২৬ সা‌লের  বিশ্বকাপে খেলবেন লিও‌নেল মেসি! ◈ যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা, নিহত অন্তত ২০ ফিলিস্তিনি ◈ অনুমতি ছাড়াই সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার ক্ষমতা পাচ্ছে দুদক ◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০৭:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় পতাকার পরিবর্তে তালিবান পতাকা নিয়ে বিশ্বকাপে গেলে নিষিদ্ধ হতে পারে আফগানিস্তান ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: [২] তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটির ক্রীড়াঙ্গন দিন কে দিন পিছিয়ে পড়ছে। এবার টি- টোয়েন্টি বিশ্বকাপে আফগানরা কোন পতাকাতলে খেলবে এ নিয়ে ধাঁয়াশা কাটেনি এখনও। এরইমধ্যে ক্রিকেট বোর্ডের নির্বাহী প্রধানের দায়িত্বে থাকা হামিদ শিনওয়ারিকে চাকরীচ্যুত করেছে তালেবানরা।

[৩] নতুন যাকে দায়িত্ব দেয়া হয়েছে নাসিবউল্লাহ খান হাক্কানিকে। যিনি কী না তালিবান শাসিত সরকারের সহযোগী সংগঠন হাক্কানি নেটওয়ার্কের সদস্য। এমন পরিস্থিতিতে ইংলিশ দৈনিক ‘দ্য টেলিগ্রাফ’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, যে ১৬টি দেশ বিশ্বকাপে খেলবে তারা ইতোমধ্যে খেলোয়াড়দের তালিকা ও জাতীয় পতাকা জমা দিয়েছে। এখন যদি আফগানিস্তান জাতীয় দল তালিবানের পতাকাতলে খেলে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাদের বৈশ্বিক ইভেন্টে অংশ নিতে বাধা দিতে পারে এবং তাদের সাময়িককভাবে স্থগিত করতে পারে।

[৪] দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে তালিবানদের পতাকা তলে আফগানিস্তানের খেলা নিয়ে আলোচনা করার জন্য আইসিসি একটি জরুরি বোর্ড সভা ডাকবে। ওই সভায় ভোট হতে পারে আফগান দলের বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে। তবে এখন পর্যন্ত, আইসিসি প্রত্যাশা করছে যে আফগানিস্তান দল দেশের পতাকা নিয়ে খেলবে যেমনটি আগের বৈশ্বিক আসরে খেলেছে। দ্য টেলিগ্রাফ, আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়