সুজন কৈরী: [২] ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে ৩১ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
[৩] আটকরা হলেন- হাবিবুর রহমান লিটন (৪৩) ও জাহাঙ্গীর আলম (৩৩)। তারা অ্যাম্বুলেন্সে করে উদ্ধার গাঁজাগুলো বহন করছিলেন।
[৪] মঙ্গলবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে গাঁজাগুলো উদ্ধার ও দুজনকে আটক করে র্যাব-১০।
[৫] অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে। এছাড়া আটকদের কাছ থেকে ২টি মোবাইল ফোনসেট ও নগদ ১ হাজার ৩১০টাকা উদ্ধার করা হয়।
[৬] র্যাব-১০ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা অ্যাম্বুলেন্সে রোগীর সিটের ফোম কাভারের ভেতরে অভিনব কায়দায় গাঁজাগুলো লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন।
[৭] র্যাব আরও জানায়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।