শিরোনাম
◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ০১:৫১ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোহেল তাজের ফেসবুকে কমেন্টদাতা এই শাহরিয়ার কবীর আসলে কে? (ভিডিও)

সালেহ্ বিপ্লব: [২] নারীর সমঅধিকার নিয়ে ফেসবুকে লিখে বেশ সাড়া ফেলেছেন সোহেল তাজ। ২১  সেপ্টেম্বর দুুপুরে তিনি শাহরিয়ার কবীরকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন।

[৩] সোহেল তাজ লিখেন, ‘‘শাহরিয়ার কবির ভাই- আপনাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে এই কমেন্ট করার জন্য ও আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত ও আমি বেড়ে উঠেছি ৩ বোন এবং একজন মহিয়সী মায়ের আদলে এবং আমার দুই কন্যা সন্তানকে বেড়ে উঠতে দেখেছি একজন বাবা হিসেবে ও আমিও স্বাভাবিক ভাবে চাইবো যেন তারা তাদের মেধা প্রয়োগ করতে পারবে এমন একটা সমাজে যেখানে নারী পুরুষ সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে ও আমি ব্যক্তিগত ভাবে সব সময় নারী

হয়রানি, ধর্ষণ এবং নারী নির্যাতনের বিপক্ষে অবস্থান নিয়েছি ও এমনকি আমাদের সমাজে পুরুষদের দায়িত্ব কি কি হওয়া উচিত তা আমি বার বার বলে আসছি ও একজন আসল পুরুষ মানুষ নারীকে সম্মান দিতে জানে এবং তার আচার আচরণে সে প্রমান করে মা জাতির প্রতি তার শ্রদ্ধাবোধ ও আমি হয়তো ভুল বুঝেছি নারী আন্দোলনর লক্ষ্য কি ও আমি ভেবেছিলাম এর লক্ষ্য পুরুষ শাসিত সমাজ ব্যাবস্থার অবসান ঘটিয়ে নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠিত করা ও আর তা না হয়ে যদি নারীর আধিপত্য হয়ে থাকে বর্তমান লক্ষ্য তাহলে আমাদের ভবিষৎ অন্ধকার- ভেবে দেখবেন কারা অপেক্ষা করছে।

বিঃ দ্রঃ বানানে ভুল হলে ক্ষমা করে দিবেন- আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিলাম আর আমার ফোনের বাংলা লেখার ধঢ়ঢ় টাও খুব ঝামেলা করে...’’

[৪] সোহেল তাজ যে কমেন্টের জন্যে ধন্যবাদ জানালেন, তাতে শাহরিয়ার কবীর নামের আইডি থেকে লিখা হয়েছে, ‘‘তাজ তোমার লেখা পড়ে আমি মুগ্ধতায় ভোরে গেলাম। আমরা পারলে নারীরা পারবে না কেনো? যুগে যুগে নারীরা বৈষম্যের শিকার। সকল বৈষম্যের অবসান ঘটুক। নারীরা জেগে থাকুক তাদের মতো করে।

[৫] এদিকে রাত ৯টা ৪০ মিনিটে ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী শওকত বাঙালি ফেসবুকে জানান, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীরের কোনো ফেসবুক একাউন্ট নেই।

[

৬] বাঙালি লিখেন, আগেও বলেছি। বার বার বলেছি। এবার শাহরিয়ার ভাইয়ের নিজের মুখে শুনুন। আমাদের অনেক স্বজন (না বুঝে অবশ্যই) এসব আইডিতে শাহরিয়ার ভাইয়ের সাথে সংযুক্ত হয়ে ধন্য হয়েছেন!
একজন শাহরিয়ার কবির-এর পান্ডিত্য, পড়াশোনা, লেখালেখি সর্বোপরি জ্ঞানের গভীরতা সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তারা কখনোই এসব ভুয়া আইডিতে সংযুক্ত হতেন না। এটা ঠিক, অনেকেই তাঁর ছবি দেখেই অনুরোধ পাঠাচ্ছেন-সংযুক্ত হচ্ছেন!
একজন শাহরিয়ার কবিরের অজস্র আইডি। কিন্তু কোনটাই তাঁর নিজের না। ( তাঁর আইডি কিনা নিশ্চিত না হয়েও কেউ কেউ উদ্ধৃতিও দেন)।
এছাড়া, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, গণনেত্রী শেখ রেহানা ও তাঁদের পরিবার বর্গ নিয়ে হেন নোংরামী নেই ফেসবুকে প্রচার হচ্ছেনা।
আমি এসব বিষয়ে খুব ভালো বুঝি না, তারপরও আমার সবিনয় জিজ্ঞাস্য, আইসিটি মন্ত্রী, তথ্য ও যোগাযোগ মন্ত্রী কিংবা ডাক-টেলি-যোগাযোগ মন্ত্রীদের চোখে এসব পড়েনা? কেউ কখনো এসব বিষয়ে বলে নি, বলে না তাঁদের?
আমাদের ডিজিটাল বাংলাদেশের কতিপয় মন্ত্রী ভাষণে এবং তোষণে হিন্দি চুল ছিড়ে 'টাল' মারেন কিন্তু স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রীদের নিত্য সরকার ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এসব প্রপাগান্ডার বিরুদ্ধে এতো বছরে তাঁদের কোন হেডমই চোখে পড়লো না। আফসোস!
দ্র: সাধারণত কোন বিষয় অনুমতি ছাড়া কাউকে ট্যাগ করি না। এটি অতীব গুরুত্বপূর্ণ মনে হওয়ায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম-ক্ষমা করবেন!

[৭] শওকত বাঙালি একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে শাহরিয়ার কবীর বলছেন, তার নামে যে সব একাউন্ট আছে, সব ভুয়া।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়