শিরোনাম
◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে 

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:২৬ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১, ১২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২ রানে জিতে চতুর্থ স্থানে মোস্তাফিজুরের রাজস্থান

রাহুল রাজ : [২] রাজস্থান রয়্যালসের দেওয়া ১৮৬ রানে লক্ষ্যে খেলতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব ১৮৩ রানেই থেমে যায়। ম্যাচ সেরা কার্তিক ত্যাগীর দূদান্ত বোলিংয়ে রাহুলের ঝুলি থেকে জয় ছিনিয়ে নেয় মোস্তাফিজুরের রাজস্থান।

[৩] রাজস্থান রয়্যালসের এই আইপিএল আসরের সবগুলো ম্যাচেই ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার। সংযুক্ত আরব আমিরাত পর্ব শুরুর বেলাতেও তাকে একাদশে রেখেছে রাজস্থান। দুবাইয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথমে টস হেরে ব্যাটিং করে ১৮৫ রানে অলআউট হয় রাজস্থান।

[৪] এই জয়ে ফলে মুম্বাই ইন্ডিয়ান্সকে টপকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে রাজস্থান।

[৫] ৪২তম জন্মদিনে দর্শক হয়ে থাকেন ক্রিস গেইল। এই হার্ডহিটারকে ছাড়াই দল ঘোষণা করে পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। অন্যদিকে রাজস্থানে অভিষেক হয় এভিন লুইসের। পাঞ্জাব ইশান পোরেল, এইডেন মার্করাম ও আদিল রশিদকে নিয়েছে। রাজস্থানের একাদশে মোস্তাফিজের সঙ্গে অন্য তিন বিদেশি খেলোয়াড় লিয়াম লিভিংস্টোন, ক্রিস মরিস ও লুইস বল করেন।
[৬] মোস্তাফিজ সাম্প্রতিক পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছেন। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ ৯টি টি-টোয়েন্টি সিরিজে বোলিং জাদু দেখান তিনি। উইকেট নেন ১৫টি। সর্বশেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩.৩ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে করেছেন সাম্প্রতিক সময়ের সেরা বোলিং।

[৭] আইপিএল স্থগিত হওয়ার আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে বাজিমাত করেন মোস্তাফিজ। ২০ রান খরচায় নেন ৩ উইকেট। সব মিলিয়ে ৭ ম্যাচে ৮ উইকেট। যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে তার শুরু হবে আশা ভক্ত-সমর্থকদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়